নিউজ ডেস্ক , ০৬ ডিসেম্বর : নতুন কৃষি আইন বাতিল না হলে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার তিনি ফিরিয়ে দেবেন কেন্দ্রীয় সরকারকে। রবিবার দিল্লিতে কৃষকদের আন্দোলনে যোগ দিয়ে এই হুঁশিয়ারি দিলেন ভারতীয় বক্সার বিজন্দর সিং। উল্লেখ্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে একাধিকবার কৃষকরা বৈঠক করলেও কোনো রফা সূত্র বের হয়নি। ফলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে।
কেন্দ্রের বিজেপি সরকারের নতুন কৃষি বিল নিয়ে প্রথম থেকে আপত্তি ছিল বিরোধীদের। এমনকি এই কৃষি বিল বাতিলের দাবিতে তারা একাধিকবার আন্দোলন সংগঠিত করেছেন আগে। পাশাপাশি সংসদে এনিয়ে আপত্তি জানিয়েছিল বিরোধীরা। তা সত্ত্বেও এই বিল পাস হয়ে যায় সংসদে। বর্তমানে এই কৃষি আইন বাতিলের দাবিতে সরব হয়েছে বিভিন্ন রাজ্যের কৃষকেরা। পাঞ্জাব, হরিয়ানা রাজ্যের কৃষকরা এনিয়ে তীব্র আপত্তি জানিয়ে আন্দোলনে শামিল হয়েছেন। এই ঘটনায় রীতিমতো উত্তাল হয়ে উঠেছে রাজধানী দিল্লি সহ তৎসংলগ্ন এলাকা। এই পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন মহল। এমনকি কৃষকদের সমর্থনে এবারে আন্দোলনে যোগ দিলেন বিশিষ্ট বক্সার বিজন্দর সিংহ। রবিবার তিনি হরিয়ানা দিল্লি সীমান্তের সিন্ধু এলাকায় আন্দোলনে যোগ দেন তিনি। বিজন্দর সিং বলেন, অবিলম্বে এই কৃষি আইন বাতিল করতে হবে সরকারকে। তা না হলে তিনি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কেন্দ্রকে ফিরিয়ে দেবেন। কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি আরো বলেন, কৃষকদের দাবি মানা না হলে দেশের মানুষ অন্য চিন্তা-ভাবনা করবেন৷ কারণ তাঁরাই ভোট দিয়ে আপনাদের ক্ষমতায় এনেছে। প্রয়োজন পড়লে সরকারের পতন হতেও সময় লাগবে না।’ উল্লেখ্য বিজন্দর সিংহ ২০১৯-এ কংগ্রেসে যোগদান করে লোকসভা ভোটে কংগ্রেসের টিকিটের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।