নিউজ ডেস্ক, ২৪ সেপ্টেম্বর : ভয়ংকর ও উদ্বিগ্নভাবে দেশজুড়ে ক্রমাগত বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার করোনা আক্রান্তের সংখ্যা ৫৭ লক্ষ অতিক্রম করল সমগ্র দেশে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৬ হাজার ৫০৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। ১১২৯ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘন্টায়। এই মুহূর্তে ৪৬ লক্ষ ৭৪ হাজার ৯৮৮ জন সুস্থ হয়েছেন।
প্রতিষেধক না আসা পর্যন্ত করোনাকে বাগে আনা যে সম্ভব নয় তা বুঝতে কারও বাকি নেই ৷ যেজন্য প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী সকলেই দেশবাসীকে সতর্ক ও স্বাস্থ্য বিধির পাশাপাশি সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও করোনার গ্রাফ উর্দ্ধমুখি। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না করোনা সংক্রমণ৷ প্রতিদিন বহু মানুষ গোটা দেশজুড়ে আক্রান্ত হচ্ছেন৷ পাশাপাশি মৃত্যুর সংখ্যাও নেহাত কম নয় ৷ বৃহস্পতিবার গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ লক্ষের অধিক। মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৭ লক্ষ ৩২ হাজার ৫১৯ জন। এর মধ্যে ৪৬ লক্ষ ৭৪ হাজার ৯৮৮ জন সুস্থ হয়েছেন৷
৯ লক্ষ ৬৬ হাজার ৩৮২ জন চিকিৎসাধীন আছেন। ৮৬ হাজার ৫০৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি ১১২৯ জন মারা গিয়েছেন গত ২৪ ঘন্টায়। স্বাভাবিকভাবেই মারণ ভাইরাস করোনার এই দাপট নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধন সংসদে জানিয়েছেন, আগামী বছরের শুরুতেই বাজারে করোনা প্রতিষেধক চলে আসবে। কিন্তু ততদিনে যে করোনার গতি বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। তবে কবে প্রতিষেধক বাজারে আসবে এখন সেই দিকেই তাকিয়ে রয়েছেন দেশবাসী।