ভারী লোকসানের জেরে ভারত থেকে পাততাড়ি গোটাচ্ছে হার্লে ডেভিডসন

ভারী লোকসানের জেরে ভারত থেকে পাততাড়ি গোটাচ্ছে হার্লে ডেভিডসন

নিউজ ডেস্ক, ২৫ সেপ্টেম্বর :  ভারতের মতন ছোট বাজার থেকে এবারে হাত গুটিয়ে নিল বিশ্বের বিখ্যাত মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থা হার্লে ডেভিডসন (Harley Davidson)। বিপুল লোকসানের কারণে আমেরিকার বিখ্যাত এই মোটরসাইকেল প্রস্তুতকারী কোম্পানি ভারত থেকে এবছরই বিদায় নিচ্ছে। ফলে বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে এক বড়ধাক্কা ভারতের কাছে।

বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে বিগত ৫ বছরে বিশ্বের বড় বড় দেশে সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিদেশের বড়বড় সংস্থা ও শিল্পীপতিদের কাছে ভারতে বিনিয়োগের আহ্বানও জানিয়ে ছিলেন তিনি। কিন্তু আদতে ভারতে কত বিদেশি বিনিয়োগ এসেছে তা নিয়ে চায়ের কাপে তুফান উঠতেই পারে। এই পরিস্থিতিতে প্রায় ১১ বছর পর ভারত থেকে পাততাড়ি গোটানোর সিদ্ধান্ত নিল বিশ্বের অন্যতম মোটর সাইকেল প্রস্তুতকারী সংস্থা হার্লে ডেভিডসন।

মূলত মার্কিন এক মোটর বাইক প্রস্ততকারী সংস্থা ভারতে তাদের ব্যবসা-বাণিজ্য খোলার পর সেভাবে লাভের মুখ দেখতে পারেনি এই মোটরবাইক প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে যে, তাদের মোট গাড়ি বিক্রির ৫ শতাংশেরও কম গাড়ি বিক্রি হয় ভারতে। তারওপর করোনা অতিমারির জেরে ব্যাপক লোকসানের মুখে পড়েছে এই কোম্পানি। তাই ভারতে ব্যবসা বন্ধ করে তারা পাড়ি জমাচ্ছে আমেরিকার মত বড় দেশগুলিতে। যাতে তাদের ব্যবসা বৃদ্ধি পায়। বড় বাজার ধরতে পারলে তাদের লোকসান উঠে আসবে বলে মনে করছে সংস্থার আধিকারিকেরা। তাই আগামী, ১ বছরের মধ্যেই আমেরিকা, ইউরোপ এবং এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ গুলিতে ব্যবসা নতুন করে শুরু করার প্রস্তুতি নিচ্ছে হার্লে ডেভিডসন।

Next Post

নয়া কৃষি বিল বাতিলের দাবিতে রায়গঞ্জে পথ অবরোধ কংগ্রেস ও সিপিআইএমের

Fri Sep 25 , 2020
নিউজ ডেস্ক, রায়গঞ্জ, ২৫ সেপ্টেম্বর : কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি বিলের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছেন দেশের কৃষকরা। এই কৃষি বিল কার্যকর হলে শুধু কৃষকের সর্বনাশ হবে তা নয়, সমগ্র কৃষি ব্যবস্থার নিয়ন্ত্রণ চলে যেতে পারে পুঁজিপতিদের হাতে। এই আশঙ্কাকে ঘিরেই দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে কৃষক বিক্ষোভ। ইতিমধ্যেই এই কৃষি বিলের […]

আপনার পছন্দের সংবাদ