ডিজিটাল ডেস্ক : প্রকাশিত হল টাইমস ম্যাগাজিনের ২০২০ সালের প্রভাবশালীদের তালিকা। আর্টিস্ট, পায়োনিয়ার্স, টাইটানস, লিডার্স এবং আইকন— এ রকম কয়েকটি ক্যাটেগরি নিয়ে এ বছরের প্রভাবশালী ব্যক্তিদের তালিকা তৈরি করেছে টাইমস।
নরেন্দ্র মোদী,(Narendra Modi) শি জিনপিং, (Xi Jinping) ডোনাল্ড ট্র্যাম্পের (Donald Trump) মত ক্ষমতাবান মানুষদের সঙ্গে এক তালিকায় স্থান পেয়েছেন ভারতে সি এ এ (CAA) বিরোধী আন্দোলনের অন্যতম মুখ শাহিনবাগের ‘দাদি’। ৮২ বছর বয়সেও নাগরিকত্ব সংসশোধনী আইন তথা সিএএ-এর বিরুদ্ধে আন্দোলনে শামিল হয়ে আলোড়ন ফেলে দিয়েছিলেন আসমুদ্রহিমাচল। দিল্লী শাহিনবাগে এই আন্দোলনের একেবারে সামনের সারিতে ছিলেন বিলকিস। এক হাতে প্রার্থনার মালা এবং অন্য হাতে জাতীয় পতাকা, এই ছবিতেই গোটা দেশ চিনেছিল বিলকিসকে। ক্ষমতার দম্ভের প্রতি এই আন্দোলন বিলকিসের মতো প্রতিবাদীকে গোটা দেশের কাছে বানিয়ে তুলেছে শাহিনবাগের ‘দাদি’।
বিশ্বের শক্তিধর রাষ্ট্রনায়কদের পাশে দাদির স্থানলাভ, বকলমে যেন ক্ষমতা আস্ফালনের সঙ্গে অহিংসাকেই স্বীকৃতি জানালো টাইমস কর্তৃপক্ষ। আইকন হিসেবে উঠে এসেছেন শাহিনবাগের ‘দাদি’।
এছাড়াও এই তালিকায় রয়েছেন আর্টিস্ট বিভাগে আয়ুষ্মান খুরানা, গুগল সিইও সুন্দর পিচাই, মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস এবং অধ্যাপক রবীন্দ্র গুপ্ত।