নিউজ ডেস্ক , ১০ ডিসেম্বর : উচ্চতা বাড়লো মাউন্ট এভারেস্টের। নেপাল এবং চীনের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে একথা জানানো হয়েছে। এর ফলে এখন থেকে এভারেস্টের উচ্চতা আর ৮৮৪৮ মিটার নয়। বরং সেটা বেড়ে হয়েছে ৮৮৪৮.৮৬ মিটার। অর্থাৎ শূন্য দশমিক ৮৬ মিটার উচ্চতা বেড়েছে শৃঙ্গটির।
বিগত কয়েক বছর ধরেই মাউন্ট এভারেস্টের আসল উচ্চতা নিয়ে বিতর্ক চলছিলো।
২০১৯ সালে কাঠমাণ্ডু ও বেজিংয়ের যৌথ প্রচেষ্টায় এভারেস্টের উচ্চতা আবারও নতুন করে মাপা হবে বলে উভয় রাষ্ট্রের প্রধানমন্ত্রীরা জানিয়েছিলেন। চিনের রাষ্ট্রপতি শি জেনপিং নেপাল সফরে এসে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলশ্রুতিতে নেপাল এভারেস্টের উচ্চতা মাপার জন্য একটি দলকে পার্বত্য অঞ্চলে পাঠায়। এই দলের তরফ থেকে সম্প্রতি এভারেস্টের উচ্চতা জানানো হয়েছে। মঙ্গলবার নেপালে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করে প্রশাসনের তরফ থেকে এভারেস্টের বর্তমান উচ্চতা জানানো হলো। নতুন রিপোর্ট অনুযায়ী এভারেস্টের উচ্চতা আগের থেকে .৮৬ মিটার বেড়েছে। ভু বিজ্ঞানীদের দাবি, ২০১৫ সালে নেপালে যে ভয়াবহ ভূমিকম্প হয়, তার দরুন মাউন্ট এভারেস্টের উচ্চতা বেড়ে গিয়েছে। উল্লেখ্য ১৮৫৬ সালে এক ব্রিটিশ টিম মাউন্ট এভারেস্টের উচ্চতা মেপে জানায় ২৯,০০২ ফিট। পরে ১৯৫৪ সালে এক ভারতীয় দল ফের মাউন্ট এভারেস্টের উচ্চতা জরিপ করে। সেইসময় এর উচ্চতা দাঁড়ায় ২৯,০২৮ ফিট। এই তথ্যই সর্বজনস্বীকৃত হয়।