“আন্দোলনরত কৃষকরা দেশবিরোধী”- বিতর্কিত মন্তব্যে খবরের শিরোনামে ভোপালের বিজেপি সাংসদ

নিউজ ডেস্ক , ১৫ ডিসেম্বর : কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের প্রতিবাদে আন্দোলনে নেমেছে দেশের কৃষকরা। এবারে আন্দোলনরত সেই কৃষকদের “দেশবিরোধী” বলে বিতর্কে জড়ালেন সর্বভারতীয় জনতা পার্টির সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। পাশাপাশি শুদ্রদের অজ্ঞ বলেও কটাক্ষ করেন তিনি।

সম্প্রতি এক অনুষ্ঠানে হিন্দু বর্ণ প্রথার পক্ষে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ধর্মশাস্ত্রে সমাজ ব্যবস্থার জন্য চারটি বর্গ নির্দিষ্ট করা হয়েছে। ক্ষত্রিয়দের ক্ষত্রিয় বললে খারাপ লাগে না। ব্রাহ্মণকে ব্রাহ্মণ বললে খারাপ নাগে না। বৈশ্যকে বৈশ্য বললে খারাপ লাগে না। শূদ্রকে শূদ্র বললে খারাপ লাগে। এর কারণ কী? অজ্ঞতা। ওরা বুঝতেই পারে না। ক্ষত্রিয় মহাসভা আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রজ্ঞা এমন অনেক কিছু বলেছেন, যা ভারতীয় সংবিধানের মূল আদর্শ ও ধারণার বিপরীত। ওই সভা থেকে প্রজ্ঞা আরও বিতর্কের উপাদান দিয়েছেন। সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্ত করার জন্য আরও ক্ষত্রিয় মহিলাদের বেশি সংখ্যক শিশুর জন্ম দিতে বলেছেন তিনি। অন্যদিকে, চলমান কৃষকদের বিক্ষোভে অংশগ্রহণকারীদের তিনি দেশবিরোধী আখ্যা দিয়েছেন। তাঁর মতে এই আন্দোলন করছে কৃষকদের ছদ্মবেশে লুকিয়ে থাকা কংগ্রেস এবং বামপন্থীরা। দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের জন্য জনসংখ্যা বৃদ্ধির নিয়ন্ত্রণকারী আইন প্রূর্তন করার কথাও তুলেছেন বিজেপি সাংসদ।

Next Post

আজ হাসপাতাল থেকে ছুটি পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

Tue Dec 15 , 2020
নিউজ ডেস্ক, ১৫ ডিসেম্বর :  হাসপাতাল থেকে সুস্থ হয়ে মঙ্গলবারই বাড়ি ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। চিকিৎসকরা জানিয়েছেন, আগের থেকে এখন অনেকটাই ভালো আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার আগে তাঁর কিছু প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা করা হয় বলে জানা গেছে। চিকিৎসকদের বক্তব্য বাড়িতেও তাঁকে বাইপ্যাপ সাপোর্টেই থাকতে হবে।  […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম