নিউজ ডেস্ক , ১৫ ডিসেম্বর : কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের প্রতিবাদে আন্দোলনে নেমেছে দেশের কৃষকরা। এবারে আন্দোলনরত সেই কৃষকদের “দেশবিরোধী” বলে বিতর্কে জড়ালেন সর্বভারতীয় জনতা পার্টির সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। পাশাপাশি শুদ্রদের অজ্ঞ বলেও কটাক্ষ করেন তিনি।
সম্প্রতি এক অনুষ্ঠানে হিন্দু বর্ণ প্রথার পক্ষে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ধর্মশাস্ত্রে সমাজ ব্যবস্থার জন্য চারটি বর্গ নির্দিষ্ট করা হয়েছে। ক্ষত্রিয়দের ক্ষত্রিয় বললে খারাপ লাগে না। ব্রাহ্মণকে ব্রাহ্মণ বললে খারাপ নাগে না। বৈশ্যকে বৈশ্য বললে খারাপ লাগে না। শূদ্রকে শূদ্র বললে খারাপ লাগে। এর কারণ কী? অজ্ঞতা। ওরা বুঝতেই পারে না। ক্ষত্রিয় মহাসভা আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রজ্ঞা এমন অনেক কিছু বলেছেন, যা ভারতীয় সংবিধানের মূল আদর্শ ও ধারণার বিপরীত। ওই সভা থেকে প্রজ্ঞা আরও বিতর্কের উপাদান দিয়েছেন। সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্ত করার জন্য আরও ক্ষত্রিয় মহিলাদের বেশি সংখ্যক শিশুর জন্ম দিতে বলেছেন তিনি। অন্যদিকে, চলমান কৃষকদের বিক্ষোভে অংশগ্রহণকারীদের তিনি দেশবিরোধী আখ্যা দিয়েছেন। তাঁর মতে এই আন্দোলন করছে কৃষকদের ছদ্মবেশে লুকিয়ে থাকা কংগ্রেস এবং বামপন্থীরা। দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের জন্য জনসংখ্যা বৃদ্ধির নিয়ন্ত্রণকারী আইন প্রূর্তন করার কথাও তুলেছেন বিজেপি সাংসদ।