নিউজ ডেস্ক , ০৩ নভেম্বর : এ যেন করোনা ২.০। এবার আবার চীনে নতুন করে ২৪ জন করোনা আক্রান্তের খবর পাওয়া গেল। এ নিয়ে নতুন করে করোনা সংক্রমণ বেড়ে দাঁড়ালো ৪৯ জনে। মঙ্গলবার, দেশের স্বাস্থ্য মন্ত্রক জানায়, নতুন করে ২৪ জনের করোনার শনাক্ত করা হয়েছে।
জানা গেছে,জিনজিয়াং শহরে সবচেয়ে বেশি পরীক্ষা করা হলেও করোনা সংক্রমণ ঠেকাতে গোটা চীনে ব্যাপক হারে পরীক্ষা চালানো হচ্ছে। চীনে যে নতুন সংক্রমণ হয়েছে তা স্থানীয়দের থেকে হয় নি। নতুন করে শনাক্ত হওয়া করোনা রোগীদের ৪৪ জনই বাইরে থেকে আসা। স্থানীয়দের মধ্যে মাত্র ৫ জনের সংক্রমণের খবর পাওয়া গেছে। ওই পাঁচজন জিনজিয়াংয়ের উত্তর-পশ্চিম এলাকার। গত ৩০ দিনে নতুন করে ৬১ জন উপসর্গহীন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একই ফ্লাইটে ভারতের নয়াদিল্লি থেকে উহানে যান ১৯ জন। গত বছরের ডিসেম্বর মাসে উহান শহর থেকেই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল পুরো বিশ্বে। জিনজিয়াং প্রদেশে নতুন করে ১৩ জন স্থানীয় উপসর্গহীন রোগী শনাক্ত হওয়ায় ওই অঞ্চলে এখন ব্যাপক হারে করোনা পরীক্ষা শুরু করেছে চীনের স্বাস্থ্য কমিশন।