মাঠ থেকে উদ্ধার ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মৃতদেহ আটক ১, চাঞ্চল্য এলাকায়

মাঠ থেকে উদ্ধার ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মৃতদেহ আটক ১, চাঞ্চল্য এলাকায়

আরসিটিভি সংবাদ –সাতসকালে এক ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের পতিরাম থানার কামালপুর এলাকায়। সোমবার সকালে এলাকার এক ফাঁকা মাঠের মধ্যে প্রবীর দত্ত নামে ওই ব্যবসায়ীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। তার বাড়ি বালুরঘাট পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের অগ্নিশিখা ক্লাবপাড়া এলাকায়।

আরও পড়ুন – মন্দির ওখানেই থাকবে ?এবার বিকল্প কি !

 

মৃতের শরীরে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পতিরাম থানার বিশাল পুলিশবাহিনী৷ এমনকি ঘটনাস্থলে যান পতিরাম থানার ওসি সৎকার সাংবোও। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে খুনে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে আটক ওই ব্যক্তির নাম কাশীনাথ পাহান। তবে মৃতের পরিবারের লোকেদের বক্তব্য,কামালপুর হাটে দোকানে দোকানে বৈদ্যুতিক সামগ্রী সরবরাহের কাজ করতেন প্রবীরবাবু৷ রবিবারও তিনি কাজে কামালপুরে গিয়েছিলেন। রাতে বাড়ি ফেরার কথা থাকলেও আসেন নি। এরপর সোমবার সকালে মাঠ থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। তাদের অভিযোগ প্রবীরবাবুকে খুন করা হয়েছে। কি কারণে তাকে খুন হতে হল তা খতিয়ে দেখছে পতিরাম থানার পুলিশ।

Next Post

টিউশন সেরে বাড়ি ফেরার পথে ইভটিজিংর শিকার এক ছাত্রী

Mon Feb 27 , 2023
আরসিটিভি সংবাদ –টিউশন সেরে বাড়ি ফেরার পথে ইভটিজিং শিকার এক উচ্চ মাধ্যমিক ছাত্রী। এই ইভটিজিং এর ঘটনায় সালিশি সভাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল ধুপগুড়ি ব্লকের বারঘড়িয়ার মনতা পাড়া এলাকায়।অভিযুক্তদের গনধোলাইয়ের পাশাপাশি পুলিশের দুটি গাড়িও ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এদিকে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। অন্যদিকে […]

আপনার পছন্দের সংবাদ