আরসিটিভি সংবাদ :বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে প্রৌঢ়ের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল ছড়াল এলাকায়। রবিবার দুপুরে একটি জঙ্গলাকীর্ন এলাকায় উদ্ধার হয় গলায় দড়ির ফাঁস লাগানো দেহটি। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মৃতের নাম ললিত বর্মন বয়স ৫৭ বছর। পেশায় শ্রমিক ছিলেন তিনি। বাড়ি রায়গঞ্জ থানার মহিষবাথান এলাকায়। পরিবারে রয়েছেন তার স্ত্রীর। একমাত্র মেয়ে বিবাহিতা।
আরও পড়ুন-জলপাইগুড়ির নাবালক মৃত্যুতে সিবিআই তদন্তের নির্দেশ
জানা গিয়েছে, গত ৭ দিন আগে রহস্যজনক ভাবে ঐ ব্যক্তি নিখোঁজ হয়ে যান। পুলিশে মিসিং ডায়েরিও করা হয়েছিল। এরপর রবিবার বাড়ি থেকে ৫০০ মিটার দুরে দেহটি পরে থাকতে দেখেন এলাকার মানুষ। গলায় দড়ির ফাঁস জড়ানোর পাশাপাশি মুখমন্ডল খুবলে নোওয়া হয়েছে। ঘটনার কথা চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তাকে নৃশংস ভাবে খুন করা হয়েছে বলেই মনে করছেন আত্মীয় পরিজনেরা। মৃতের আত্মীয় মহাদেব বর্মন বলেন, অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন ললিত। সকলের সাথেই তার সু সম্পর্ক ছিল। এমন একজন মানুষের এই পরিনতি মেনে নিতে পারছেন না তিনি।
আরও পড়ুন-চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণা
এদিন ঘটনাস্থলে উপস্থিত হন পঞ্চায়েত সমিতির সদস্যের প্রতিনিধি পূরন বর্মন। তিনিও খুনের অনুমান করছেন। তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন পূরন বাবু।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।