
নিজস্ব সংবাদদাতা , মালদা , ১৫ মে : এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় শুক্রবার রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার পুখুুরিয়া থানার মহারাজপুর সংলগ্ন এলাকায়।
পুখুুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম পরিচয় জানতে খোঁজ চালাচ্ছেন পুলিশকর্মীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৭০ বছর। শুক্রবার রাতে স্থানীয়রা এক ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তারা পুলিশকে খবর দেন। পুখুুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে আড়াইডাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। যদিও মৃত ব্যক্তির নাম পরিচয় জানতে তৎপরতা শুরু করেছেন পুলিশকর্মীরা। পরবর্তীতে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশের প্রাথমিক অনুমান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। মৃতের পরিচয় জানতে খোঁজ চালাচ্ছে পুলিশ।
