নিউজ ডেস্ক , ১০ নভেম্বর : করোনা আবহের মধ্যে এবার তিন দফায় নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে বিহার বিধানসভার। তৃতীয় দফার ভোট শেষ হতেই শুরু হয় জল্পনা। কে বসবে বিহারে কুর্সিতে? তরুণ তুর্কি লালু-রাবড়ি পুত্র তেজস্বী যাদব নাকি প্রবীণ অভিজ্ঞ রাজনীতিবিদ তিনবারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার? অলিগলি থেকে রাজপথ, চায়ের দোকান সর্বত্র চলছিল এই একই চর্চা।
অবশেষে মঙ্গলবার সকাল ৮ টা থেকে টানটান উত্তেজনার মধ্যে রাজ্যের ২৪৩ টি আসনের জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে ভোট গণনা শুরু হয়। প্রথম দিকে শুরু হয় ব্যালট পেপার গণনার কাজ। সকাল ন’টা বাজলে দেখা যায় এনডিএ জোটকে পেছনে ফেলে ক্রমশঃ এগিয়ে যাচ্ছে আর জে ডি মহাজোট। কিন্তু বেলা গড়াতেই চাকা ঘুরতে শুরু করে উল্টোদিকে। মূলত সংগঠন শক্তিশালী থাকা জেলাগুলি থেকে এগিয়ে থাকতে দেখা যায় বিজেপিকে। অন্যদিকে তেজস্বী যাদবের দল আর জে ডি কংগ্রেস প্রথম দিকে ম্যাজিক ফিগারের দিকে ক্রমশ এগিয়ে ছিল। দুপুর গড়াতেই উল্টো দিকে চাকা ঘুরতে শুরু করে। দেখা যায় ক্রমশঃ ম্যাজিক ফিগারের দিয়ে এগিয়ে যাচ্ছে এনডিএ শিবির। একক বড় দল হিসেবে উঠে আসছে গেরুয়া শিবির। গণনায় জয়ের আভাস পেতেই সকাল থেকে শুনশান হয়ে থাকা বিজেপির দপ্তরের সামনে আতশবাজি নিয়ে উল্লাসে মেতে ওঠে বিজেপির কর্মী-সমর্থকেরা৷ অন্যদিকে সকালের দিকে আর জে ডি নেতা ও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবের বাড়ির সামনে ভিড় ছিল দলীয় কর্মী নেতাকর্মীদের৷ কিন্তু ফলাফল স্পষ্ট হতেই আর জে ডি দফতরের সামনে থেকে ভিড় কমতে শুরু করে৷ বিকেলের দিকে ফলাফল স্পষ্ট হতে থাকায় ইভিএমের দিকে আঙুল তোলে বিরোধীরা।