ফল ঘোষণার একদিন আগেই তেজস্বী যাদবকে ভাবী মুখ্যমন্ত্রী উল্লেখ করে পোস্টার পড়ল পাটনায়

নিউজ ডেস্ক , ০৯ নভেম্বর :  নির্বাচনের ফল ঘোষণা করতে এখনও অনেক সময় বাকি। তার আগেই আর জে ডি মহাজোটের নেতা তেজস্বী যাদবকে ভাবী মুখ্যমন্ত্রী উল্লেখ করে পোস্টার পড়ল পাটনায়। এনিয়ে আলোড়ন ছড়িয়ে রাজনৈতিক মহলে। যদিও তেজস্বী যাদব দলের নেতা কর্মীদের সংযত থাকতে নির্দেশ দিয়েছিলেন আগেই।

উল্লেখ্য করোনা আবহে ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা ভোট তিন দফায় সম্পন্ন করেছে নির্বাচন কমিশন৷ মঙ্গলবার বিধানসভা ভোটের ফল গণনা। কে বসবেন মসনদে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বুথ ফেরৎ সমীক্ষায় আর জে ডি জোটের দিকে পাল্লা ভারী হলেও তিনবারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও বিরোধীদের যে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলবেন তা বলাই বাহুল্য। তবে কুর্সিতে যিনিই বসুন না কেন, ভোটের ফলাফল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতেই হবে সকলকে। যদিও তার আগেই পাটনায় আর জে ডি জোটের নেতা লালুপুত্র তেজস্বী যাদবকে ভাবী মুখ্যমন্ত্রী হিসেবে উল্লেখ করে পোস্টারে ছায় ছয়লাপ৷ ফলাফল ঘোষণার আগে কিভাবে একজন নেতাকে ভাবী মুখ্যমন্ত্রী বলা যায় তা নিয়ে উঠছে প্রশ্ন৷ যদিও এনিয়ে আর জে ডি জোটের নেতৃত্ব দাবি করেছে, পরিবর্তনের হাওয়া জোরদার ভাবে বইছে রাজ্যে। নির্বাচনে এন ডি এ শিবির পরাস্ত হবে। মুখ্যমন্ত্রী হবেন তেজস্বী যাদবই৷ এখানে সন্দেহের কোনো অবকাশ নেই। তাই আগে থেকেই তাঁকে শুভেচ্ছা সমন্বিত পোস্টার লাগানোতে অযৌক্তির কিছু দেখছেন না বিরোধী গঠবন্ধন। তবে তেজস্বী যাদবকে কটাক্ষ করতে ছাড়ে নি এন ডি এ শিবির। ফল ঘোষণার আগেই নিজেকে রাজা ভেবে বসে আছেন তেজস্বী। এই অহংকারের পতন হবেই।

Next Post

জমিতে প্রাচীর দেওয়া নিয়ে বিবাদে ব্যবসায়ীকে মারধোরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

Mon Nov 9 , 2020
নিজস্ব সংবাদদাতা , হরিশ্চন্দ্রপুর , ০৯ নভেম্বর :  জমি নিয়ে বিবাদের জেরে এক ব্যবসায়ীকে মারধোরের অভিযোগ উঠলো তৃণমূলের এক নেতার বিরুদ্ধে।ঘটনায় চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুরে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এলাকার ব্যবসায়ী পবন কেডিয়া মাস দুয়েক আগে বাড়ির সীমানা প্রাচীর দিয়ে ঘিরে নেন। কিন্তু যাতায়াতের রাস্তা দখল করে পাঁচিল দেওয়া হয় বলে […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম