নিউজ ডেস্ক, ১০ নভেম্বর : মঙ্গলবার সকাল ৮ টা থেকে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। করোনা আবহে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ভোট গণনা চলছে রাজ্যের বিভিন্ন গণনা কেন্দ্রে। গণনা গভীর রাত পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
তবে এই মুহূর্তে এন ডি এ ১২৬ এবং আর জে ডি জোট ১১০ টি, এ আই এম আই এম ৫ টি আসনে এগিয়ে রইলেও এখনও পর্যন্ত খাতাই খুলতে পারল না ‘ভোট কাটোয়া’ লোক জনশক্তি পার্টি। এখনও পর্যন্ত যা খবর তাতে বিজেপি ২২, আর জে ডি ২০, জে ডি ইউ ১৩, কংগ্রেস ৭, সিপি আই(এম-এল) ৫, অন্যান্যরা ৮ টি আসনে জয়ী হয়েছে৷ তবে সকালের দিকে সামান্য কয়েকটি আসনে এগিয়ে রইলেও বেলা বাড়তেই মার্জিন কমে যায়। এই মুহূর্তে একটিও আসনে এগিয়ে নেই প্রয়াত রামবিলাস পাসোয়ানের হাতে গড়া এই দল। বর্তমানে এই দলের সুপ্রিমো রাম বিলাস পাসোয়ানের পুত্র চিরাগ পাসোয়ান এন ডি এ জোটের শরিক জে ডি ইউ-য়ের বিরুদ্ধে তোগ দাগলেও বিজেপিকে নিয়ে একটিও শব্দ খরচ করেন নি। এনিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। কারণ তাঁর বাবা রামবিলাস পাসোয়ান ছিলেন এন ডি এ জোটের শরিক। কেন্দ্রীয় ক্যাবিনেটে খাদ্য মন্ত্রকের দায়িত্ব ছিল রাম বিলাস পাসোয়ানের কাঁধে। যদিও কিছুদিন আগেই প্রয়াত হন রামবিলাস পাসোয়ান৷ বাবার মৃত্যুতে দলের যে ক্ষতি হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ তিনি থাকলে হয়ত খালি ফিরতে হত না লোক জনশক্তি পার্টিকে। রাজনৈতিক মহলের অন্তত এমনই বক্তব্য। যদিও গণনা এখনও চলছে। যে কোন সময় বদলে যেতে পারে ফলাফল। তবে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এন ডি এ এবং আর জে ডি মহাজোটের মধ্যে। প্রতিনিয়ত চলছে উঠানামা৷