ডিজিটাল ডেস্ক : বর্তমান সময়ে মোবাইল ফোন মানব জীবনের অপরিহার্য বিষয়। একমুহূর্ত কেউ হাতছাড়া করেন না নিজস্ব ফোন। শুধু কথা বলা বা সোশ্যাল মিডিয়ার জন্য নয়, দৈনন্দিন জীবনের প্রায় সমস্ত প্রয়োজনীয় কাজ সম্ভব মোবাইল ফোনের মাধ্যমেই। জানতে ইচ্ছে করছে তো, ভারতে কীভাবে এলো মোবাইল ফোন ? আসলে ভারতে মোবাইল পরিষেবা শুরু হয়েছিলো ১৯৯৫ সালের ৩১ জুলাই। ২৫ বছর আগের এই দিনেই পশ্চিমবঙ্গের তত্কালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু (Jyoti Basu) , তত্কালীন কেন্দ্রীয় টেলিযোগাযোগ মন্ত্রী সুখ রাম (Sukh Ram) এর সঙ্গে প্রথম মোবাইল কলে কথা বলেছিলেন।
কলকাতার রাইটার্স বিল্ডিং থেকে মোবাইলে কেন্দ্রীয় মন্ত্রী কে প্রথম “হ্যালো” বলেছিলেন জ্যোতিবাবু। এরপর থেকেই দেশে বিপ্লবের রূপ নিয়েছিল মোবাইল পরিষেবা। জ্যোতি বাবুর ইচ্ছে ছিলো কলকাতাকে সেলুলার সিটি হিসাবে গড়ে তোলা। সেই সময়ে, আউটগোয়িং কলগুলির পাশাপাশি ইনকামিং কলের জন্যও টাকা লাগত।৷ ভারতের প্রথম মোবাইল অপারেটর সংস্থা ছিল মোদি টেলস্টার এবং এলর পরিষেবাটি মোবাইল নেট নামে পরিচিত ছিলো। ১৯৯৫ সালে চলাচল শুরু করে ভারতের মোবাইল যোগাযোগ ব্যবস্থা আজ বহুদূর চলে এসেছে।
স্টাটিস্টা সংস্থার রিপোর্ট অনুযায়ী বর্তমানে ভারতে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা ৭৬০ মিলিয়ন। ২০০০ সালেও একমিনিট কথা বলার জন্য মোবাইলে খরচ হতো প্রায় ১৬ টাকা। কিন্তু এখন ইনকামিং কস্ট নেই, তারউপর প্রায় জলের দরে মিলছে বিভিন্ন পরিষেবা। স্বাভাবিক কারনেই স্মার্টফোনে বিপ্লব ঘটে গিয়েছে ভারতবর্ষে।