ডিজিটাল ডেস্ক : ব্যাংকের কোটি কোটি টাকা আত্মসাৎ করে দেশ ছেড়ে পালিয়েছেন বেশকিছু জালিয়াত। এদের মধ্যে রয়েছে বিজয় মালিয়া, নীরব মোদির মতন নামিদামি ব্যাংক জালিয়াত। এদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করছে বলে সংসদে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)।
দেশ ছেড়ে যারা পালিয়েছেন তাদের সংখ্যাও নেহাত কম নয়। প্রায় ৩৮ জন। এই ৩৮ জন হাজার হাজার কোটি টাকা হাতিয়ে দেশ ছেড়ে বিদেশে পগারপার হয়েছে। স্বাভাবিকভাবেই অভিযুক্ত জালিয়াতদের দেশে ফেরানো যে কতটা চ্যালেঞ্জ তা ইতিমধ্যেই বুঝতে পারছে কেন্দ্রীয় সরকার কারণ বিদেশে এরা পালিয়ে যাওয়ার পর সেখানে রীতিমতো ঘাঁটি গেড়ে বসেছে। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর সিবিআইয়ের দেওয়া তথ্য অনুসারে সংসদে জানিয়েছেন, ব্যাঙ্কের সঙ্গে বিভিন্ন আর্থিক অপরাধ করে ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে দেশ ছেড়ে চলে গিয়েছে সিবিআইয়ের (CBI) তদন্তের আওতায় থাকা ৩৮ জন।
ইন্টারপোলের কাছে ইতিমধ্যেই ২০ জনের বিরুদ্ধে রেড কর্নার নোটিশের জন্য আবেদন করেছে ইডি। পাশাপাশি ১৪ জনকে দেশে ফেরানোর জন্য বিভিন্ন দেশের কাছে অনুরোধও জানানো হয়েছে। বিজয় মালিয়া, নীরব মোদি, মেহুল চোকসির মতন বড় জালিয়াতদের এখনও দেশে ফেরানো সম্ভব হয় নি। এনিয়ে বিজেপির বিরুদ্ধে সরব বিরোধীরা। সি বি আই তদন্তের আওতায় থাকা অভিযুক্তরা কী করে দেশ ছেড়ে পালাতে সক্ষম হল তা নিয়ে প্রশ্ন তুলেছে তারা।