নিজস্ব সংবাদদাতা , মালদা , ১৪ সেপ্টেম্বর : নৃশংসভাবে এক যুব তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদার হবিবপুর থানার ঋষিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। সকালে বাড়ি থেকে চার কিলোমিটার দূরে ওই যুব তৃণমূল কর্মীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় ফরেস্ট থেকে। কে বা কারা এই খুনের নেপথ্যে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুবোধ প্রামানিক (৪৮)। তার বাড়ি শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের কালিতলা গ্রামে। প্রতিদিনের মতন রবিবার বিকালে জমিতে গিয়ে গিয়েছিলেন তিনি ।এরপর থেকে নিখোঁজ ছিলেন। তার মোবাইল ফোনে সুইচডও অফ ছিল। রাতে অনেক খোঁজাখুঁজির পর সুবোধ প্রামানিকের কোন হদিস পান নি পরিবারের লোকেরা। সোমবার সকালে ঋষিপুরের গান্ধীনগর এলাকার কিছু মানুষ জমিতে কাজ করতে গেলে রক্তাক্ত এবং ক্ষত-বিক্ষত ওই ব্যক্তির দেহ ফরেস্টে পড়ে থাকতে দেখেন। ঘটনা জানাজানি হতেই গোটা গ্রাম জুড়ে ব্যাপক শোরগোল পড়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে যায় হবিবপুর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে ৷ কি কারণে তাঁকে খুন হতে হল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুরনো কোনো শত্রুতা নাকি অন্য কোন বিষয় রয়েছে এর পেছনে, তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। তবে এই মৃত্যুর ঘটনাকে ঘিরে চাপানউতর শুরু হয়েছে বিজেপি ও তৃণমূলের মধ্যে। তৃণমূলের অভিযোগ এই খুনের নেপথ্যে রয়েছে বিজেপি। যদিও এই অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের উপরেই খুনের দায় চাপিয়েছেন বিজেপি নেতৃত্ব।