নিউজ ডেস্ক , ইটাহার , ২৩ সেপ্টেম্বর : মেয়ের মোবাইল ফোন প্রতিবেশি এক মহিলা কেড়ে নেওয়ায় গন্ডগোলের জেরে মেয়ের বাবাকে পিটিয়ে মারার অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহার থানার দিঘনা গ্রামে।
পুলিশ জানিয়েছে মৃতের নাম শাহাজামাল সরকার (৩৮)। তাঁর মেয়ে শিউলি খাতুনের সঙ্গে পাশের বাড়ির হামেদুর রহমানের স্ত্রী বেলি বিবির মোবাইল ফোন নিয়ে গন্ডগোল হয় মঙ্গলবার বিকালে। এরপর রাতে শাহাজামাল কাজ সেরে বাড়ি ফিরলে হামিদুর রহমানের বাড়িতে মেয়ের মোবাইল ফোন আনতে যান। সেই সময় বাড়ির লোকজন বাঁশ, লাঠিসোঁটা নিয়ে শাহাজামাল সরকারকে বেধড়ক মারধোর করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় রাতেই ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইটাহার থানায়। মৃতদেহ ময়না তদন্তের জন্য রাতেই রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
এদিকে বুধবার সকালে মৃত শাহাজামাল সরকারের স্ত্রী ইনজিলা বিবি অভিযুক্তদের বিরুদ্ধে ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ইনজিলা বিবির দাদা রেজাউল হক বলেন তার ভগ্নিপতিকে পিটিয়ে মেরেছে রাহুল হক, মোজাম্মেল হক, বেলি বিবি সহ বেশ কয়েকজন। অবিলম্বে তাদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে বলে দাবি করেছেন তিনি৷ এদিকে অভিযোগের ভিত্তিতে ইটাহার থানার পুলিশ সাত জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে। একজনকে গ্রেফতার করতে পারলেও বাকীরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।