নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১লা অক্টোবর : জমে থাকা নোংরা জমা জল বের করার দাবিতে আবাসন দফতরের কার্যকরী বাস্তুকারকে জলে নামালেন বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের কর্ণজোড়ায় অফিস পাড়ায়। উল্লেখ্য বৃষ্টির জমা জলে বিপাকে পড়েছেন আবাসনের বাসিন্দারা। জল নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় বেশকিছুদিন ধরে এলাকাতে বৃষ্টির জল জমে রয়েছে।
ফলে নোংরা জমা জলে একদিকে সাপ পোকামাকড়ের উপদ্রব বাড়ছে আর অন্যদিকে জলবাহিত রোগের আশঙ্কা করছেন আবাসনের বাসিন্দারা। তার প্রতিবাদেই বৃহস্পতিবার জমা জল বের করার দাবিতে আন্দোলনে নামেন তারা। বেশকিছুক্ষণ ধরে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান আবাসনের বাসিন্দারা। বাধ্য হয়েই পরে আবাসন দফতরের মালদা বিভাগের অন্তর্ভুক্ত কার্যকরী বাস্তুকারের দফতরের গেটে তালা ঝুলিয়ে দেন আবাসনের বাসিন্দারা। এমনকি পরে আবাসনের বাসিন্দাদের চাপে পড়ে আবাসন দফতরের কার্যকরী বাস্তুকার সেই নোংরা জমা জলে নামতে বাধ্য হন। আবাসনের বাসিন্দারা বলেন, বেশকয়েকদিন ধরে বৃষ্টির জল জমে রয়েছে।
সেই জলে সাপ পোকামাকড়ের আনাগোনা বাড়ছে। যখন তখন সাপ ঢুকে যাচ্ছে ঘরে। এমতাবস্থায় সেই জল পেরিয়েই অফিসে বাজারে যেতে হচ্ছে অথচ কোনো ভ্রুক্ষেপ নেই সংশ্লিষ্ট দফতরের। এদিকে আবাসনের বাসিন্দাদের বিক্ষোভের পর জমা জল বের করতে উদ্যোগী হন কার্যকরী বাস্তুকার মিহির সরকার। তিনি বলেন, জল বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে যাওয়াতেই এই বিপত্তি।