আরসিটিভি সংবাদ –গত দেড় মাস ধরে বিকল হয়ে পড়ে রয়েছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ডিজিটাল এক্সরে মেশিন। বর্তমানে তুলনামূলক অনুন্নত মেশিন দিয়ে চলছে রোগীর এক্স-রের কাজ। গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের মত গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালে দীর্ঘদিন ধরে কেন ডিজিটাল এক্সরে মেশিন বন্ধ হয়ে রয়েছে তা নিয়ে উঠছে প্রশ্ন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ২০১৬ সালে ডিজিটাল এক্স-রে পরিষেবা চালু করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
আরও পড়ুন – ডাক্তারের চেম্বারে দালালচক্র!
প্রায় দেড় মাস আগে এই ডিজিটাল এক্স-রে মেশিনটি অকেজো হয়ে যায়৷ এরপর মেরামতকারী সংস্থাকে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। অসমর্থিত সূত্রের খবর, ডিজিটাল এক্স-রে মেশিনের একটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ নষ্ট করে দিয়েছে ইঁদুর। আর তাতেই বিপাকে পড়ে রোগীরা। প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের এই ডিজিটাল এক্স-রে মেশিন মেরামত করতে প্রায় দেড় লক্ষ টাকার মূল্যের কীটের প্রয়োজন। তবে এই কীট কোথায় থেকে জোগাড় হবে, কবে ও কিভাবে মেরামত করা হবে এই ডিজিটাল এক্স-রে মেশিন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে পরিস্থিতি সামাল দিতে তুলনামূলকভাবে অনুন্নত মেশিনে আপাতত কাজ চালানো হলেও হওয়ায় প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সংখ্যায় এক্স-রে প্রতিদিন করা সম্ভব হচ্ছে না বলে জানা গিয়েছে। ফলে ভোগান্তির মধ্যে পড়ছে রোগীরা।
আরও পড়ুন – জটিল অস্ত্রোপচারে সাফল্য মালদা সরকারী হাসপাতালের
এদিকে এবিষয়ে হাসপাতাল সুপার বাবুসোনা সাহা জানিয়েছেন, হাসপাতালে দুটো এক্স রে মেশিন রয়েছে। তার মধ্যে একটি বিকল হয়ে পড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি মেরামতকারী এজেন্সীকেও অবগত করা হয়েছে। শীঘ্রই সমস্যা মিটে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি৷