নিজস্ব সংবাদদাতা , হিলি , ১৩ সেপ্টেম্বর : পথ দুর্ঘটনায় এক শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দক্ষিণ দিনাজপুরের হিলি থানার ত্রিমোহিনী এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত শিশুর নাম কলি সরকার (৭)। জানা গিয়েছে রবিবার সকালে হিলি থানার ত্রিমোহিনী এলাকায় জাতীয় সড়কের এক পাশে মোটর বাইকে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন এক দম্পতি।
সেই সময় হিলিগামী একটি মুরগি বোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে এসে ধাক্কা মারে মোটর বাইকে। ঘটনায় কয়েক মিটার দূরে ছিটকে পড়ে মোটরবাইকে থাকা তিনজন। তিনজনের মধ্যে গুরুতর জখম হন কামনা সরকার (২২) ও তার মেয়ে কলি সরকার(৭)। জখম দু’জনের বাড়ি হিলি থানার পঞ্জুল এলাকায়।
বিষয়টি নজরে আসতে স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করে। এদিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা কলি সরকার মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে কামনা সরকারের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে চিকিৎসকরা। ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীদের অভিযোগ, বহির্বাণিজ্যের জন্য ত্রিমোহিনী থেকে হিলি পর্যন্ত জাতীয় সড়কের উপর পণ্যবাহী লরি দাঁড়িয়ে থাকে। এর ফলে এলাকাতে প্রায়দিনই ছোটবড় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা রোধে পুলিশি হস্তক্ষেপের দাবি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হিলি থানার পুলিশ। ঘাতক পিকআপ ভ্যানটি আটক করলেও চালক পলাতক।