নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১ লা অক্টোবর : উত্তরবঙ্গ সফরে এসে বৃহস্পতিবার জলপাইগুড়ি থেকে পথশ্রী প্রকল্পের সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প জেলায় জেলায় সূচনা করেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসকরাও। এদিন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কর্ণজোড়ায় এই উপলক্ষ্যে দুটি সুসজ্জিত ট্যাবলোর উদ্বোধন করেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা ও জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন ৷
জানা গেছে পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যজুড়ে ১২০০০ টি রাস্তা নির্মাণ ও সংস্কার করা হবে। উত্তর দিনাজপুর জেলাতেও রয়েছে বেশকিছু রাস্তা। যে সমস্ত এলাকায় নতুন রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ হবে সেই সমস্ত রাস্তা দিয়ে এই ট্যাবলোগুলো চলাচল করবে। ১ লা অক্টোবর থেকে আগামী ১৫ ই অক্টোবর পর্যন্ত বিভিন্ন গ্রামাঞ্চলে পরিক্রমা করবে এই ট্যাবলো দুটি। এদিন সবুজ পতাকা দেখিয়ে এই ট্যাবলো দুটির উদ্বোধন করেন জেলা শাসক ও জেলা পরিষদের সভাধিপতি। পরে জেলাশাসক জানিয়েছেন, পথশ্রী প্রকল্পের মাধ্যমে জেলার বিভিন্ন ব্লকে বেহাল অবস্থায় পড়ে থাকা রাস্তাগুলো নতুন রূপ দেওয়া হবে। এই রাস্তা গুলোর উদ্ধোধন করবেন প্রশাসনিক কর্তাদের পাশাপাশি জনপ্রতিনিধিরাও। তিনি এদিন আরও বলেন, চলতি বছরের মধ্যেই এই রাস্তা গুলোর কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।