সরকারি ঘর দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগ পঞ্চায়েতের বিরোধী দল নেতার বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ১৪ই সেপ্টেম্বর :  আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে এবার কাটমানি অভিযোগ উঠল গ্রাম পঞ্চায়েতের বিরোধী দল নেতার বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য চাঁচল ১ নম্বর ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতে। সোমবার এই অভিযোগ তুলে শাহবাজপুর গ্রামের প্রায় শতাধিক মানুষ খরবা পঞ্চায়েত দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখান।

জানা গিয়েছে, ব্লকের গ্রাম পঞ্চায়েতের শাহবাজপুর গ্রামের প্রায় শতাধিক মানুষ বাংলা আবাস যোজনার প্রকল্পের ঘরের জন্য আবেদন করেছিলেন। কিন্তু শাহাবাজপুর বুথের কংগ্রেসের মেম্বার তথা খরবা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা মর্তুজ আলম ওই সমস্ত উপভোক্তাদেরতা কাছ থেকে ২০ থেকে ৪০হাজার টাকা কাটমানি নিয়েছে বলে অভিযোগ বিক্ষুব্ধ গ্রামবাসীদের। কিন্তু কাটমানি দেওয়ার পরেও গ্রামবাসীরা ওই প্রকল্পের ঘর নির্মাণের টাকা না পেয়ে এদিন ক্ষোভে ফেটে পড়েন।এদিন মর্তুজ আলমের বিরুদ্ধে পঞ্চায়েতের উপপ্রধান সাইফুদ্দিন আহমেদের কাছে লিখিত অভিযোগ জানান বিক্ষোভকারীরা।

যদিও এই ঘটনা পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছেন ওই গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা মরতুজ আলম। অন্যদিকে পঞ্চায়েতের উপপ্রধান সাইফুদ্দিন আহম্মেদ জানিয়েছেন, গ্রামবাসীদের কাছ থেকে কাটমানি নেওয়ার এক অভিযোগ এসেছে বিরোধী দলনেতার বিরুদ্ধে।বিডিওর কাছে এবিষয়ে অভিযোগ জানানো হবে।

Next Post

২০২০ আই পি এলে দর্শক আসনে নতুন চমক

Mon Sep 14 , 2020
ডিজিটাল ডেস্ক :  আর মাত্র কিছুদিনের অপেক্ষা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরূ হতে চলেছে ড্রিম ইলেভেন আই পি এল ২০২০ (Dream XI IPL 2020)। করোনা আবহে একাধিকবার নানা জটে আটকে ছিলো আই পি এল। বহু জট কাটিয়ে দেশের মাটিতে নয় সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে ১৯ শে সেপ্টেম্বর থেকে শুরূ হবে […]

আপনার পছন্দের সংবাদ