নিউজ ডেস্ক , ২৯ ডিসেম্বর : কৃষি আইন নিয়ে ইতিবাচক পদক্ষেপ গৃহীত না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন কৃষকরা। কেন্দ্রের এই কৃষি আইনের ফলে আদানি, অম্বানিদের মত বড় কর্পোরেট সংস্থাগুলো লাভবান হবে বলে অভিযোগ আন্দোলনকারীদের। ফলে কেন্দ্রের বিরুদ্ধে এবার ক্ষোভ গিয়ে পড়ছে জিও- ওপর। পঞ্জাবের জিও-র ১,৫০০-এর বেশি মোবাইল টাওয়ার তাঁরা ভাঙচুর করেছেন বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে পঞ্জাবে প্রায় ৯ হাজারের অধিক রিলায়েন্স জিও টাওয়ার রয়েছে। তার মধ্যে ১,৫০০-এর বেশি টাওয়ার ভাঙচুর করা হয়েছে। ঘটনায় অচল হয়ে পড়েছে জিওর যোগাযোগ ব্যবস্থা। সংস্থার আধিকারিকদের অভিযোগ, তাঁদের টাওয়ার ভাঙচুর করে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। জেনারেটর চুরি করা হয়েছে। ফলে পরিষেবা ভেঙে পড়ছে৷ যদিও এই ঘটনায় জড়িতদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। পঞ্জাবকে কিছুতেই নৈরাজ্যে পরিণত হতে দেব না। কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি। উল্লেখ্য কৃষি আইন বাতিলের দাবিতে প্রায় এক মাস ধরে দিল্লি পাঞ্জাব সীমান্তে অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন পাঞ্জাব হরিয়ানা কৃষকেরা। এবিষয়ে কেন্দ্রের সঙ্গে একাধিকবার কৃষক সংগঠনের প্রতিনিধিদের বৈঠক হলেও কোনো রফা সূত্র বের হয় নি। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষোভ বাড়ছে কৃষকদের মধ্যে।