নিজস্ব সংবাদদাতা ,রায়গঞ্জ , ০২ অক্টোবর : কয়েকদিন আগে টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছিল রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা প্রশাসনিক ভবনের গোটা এলাকা। প্রশাসনিক এই ভবন চত্বরেই রয়েছে সরকারি কর্মীদের আবাসন। এই আবাসনে সামনেই বৃষ্টির জল জমে তীব্র সমস্যা তৈরি করে। ফলে অফিস কাছারিতে যাওয়া থেকে শুরু করে বাজার ঘাট এমনকি দৈনন্দিন কাজকর্ম করতে গিয়েও প্রচন্ড ভোগান্তির মুখে পড়তে হয় আবাসনের বাসিন্দাদের।
জল না বের হওয়ার কারণে পচা দুর্গন্ধ বের হতে থাকে। পাশাপাশি এই নোংরা জলে পেরিয়ে তাদেরকে অফিস যেতে হচ্ছিল। সেই সঙ্গে সাপ পোকামাকড়ের উপদ্রব দেখা দেয় নোংরা জলে। বাধ্য হয়েই পরপর দু’দিন এই নোংরা জল বের করার দাবিতে রাজ্য সড়ক অবরোধ করেছিলেন আবাসনের বাসিন্দারা। বৃহস্পতিবার আবাসন দপ্তরের কার্যনির্বাহী বাস্তুকারকে সেই নোংরা জলে নামিয়ে তাঁকে সমস্যা অনুভব করান আন্দোলনকারীরা৷ চাপে পড়ে সেসময় জল নিকাশি ব্যবস্থা গড়তে নর্দমার কাজে হাত লাগানো হয়। কিন্তু শুক্রবার বেলা গড়ালে আবাসনের বাসিন্দারা লক্ষ্য করেন নর্দমার কাজ পুরোপুরি বন্ধ। এঘটনায় ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। এরপর রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করেন আবাসনের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, নিকাশি ব্যবস্থা পুরোপুরি মুখ থুবড়ে পড়ায় বৃষ্টির জমা জলে দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা। অথচ এব্যাপারে প্রশাসন সম্পূর্ণ উদাসীন আবাসন দপ্তরের কার্যনির্বাহী বাস্তুকার। নিকাশি ব্যবস্থা নিয়ে টালবাহানা করছেন তিনি। এই পরিস্থিতির মধ্যেই তিনি শিলিগুড়ি চলে যান। অবিলম্বে সমস্যার সমাধানের দাবি তুলেছেন আবাসনের বাসিন্দারা। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।