
মালদা, ২৪ জুন : মালদা জেলায় উৎপাদিত আম এবং কলাকে আধুনিকমানের প্যাকেজিংয়ের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে উন্নত প্রযুক্তি সম্বলিত প্যাক হাউস নির্মাণের পরিকল্পনা নিয়েছে মালদা জেলা প্রশাসন।
এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির আম মার্কেট পরিদর্শনে আসেন দিল্লী এক বিশেষ প্রতিনিধি দল ও জেলাশাসক রাজর্ষী মিত্র। এছাড়াও সন্দীপ সাহা, দীপক নায়েক, রাজ্য এক্সপোর্টার সংস্থার সম্পাদক উজ্জল সাহা সহ অন্যান্যরা ছিলেন এই পরিদর্শন কর্মসুচীতে। পরিদর্শন শেষে এই নতুন প্যাক হাউস নির্মাণের পরিকল্পনা নিয়ে প্রতিনিধিদলের সদস্যদের সাথে বৈঠক করেন জেলাশাসক, উদ্যান পালন দফতরের আধিকারিক ও জেলার এক্সপোর্ট ব্যবসায়ীরা। মূলত বর্তমানে জেলার একমাত্র প্যাক হাউস মূল বাজার থেকে বেশ কিছুটা দূরে। এমনকী যাতায়াতের রাস্তাও ভালো নয়। আম প্যাকেটজাত করার ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির অভাব রয়েছে। ফলে খরচ যেমন বেশি হয়, তেমনি প্যাকিংয়ের গুণমানও ততটা উন্নত নয়। সেকারণে জেলা প্রশাসন মূল বাজার চত্বরেই প্যাক হাউস তৈরীর পরিকল্পনা নিয়েছে। এতে ভিনরাজ্য ও আন্তর্জাতিক বাজারে আম রপ্তানির খরচ যেমন কম হবে, তেমনি গুণমান উন্নত থাকবে বলে অভিমত জেলা প্রশাসনের।এই প্রসঙ্গে জেলাশাসক রাজর্ষি মিত্র জানিয়েছেন, আপাতত এই মার্কেটে প্যাক হাউস খোলার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। মূলত এখনও অব্দি যেভাবে আম প্যাকিং করে বাইরে পাঠানো হত তাতে অনেক আমের ক্ষতি হত। ফলে আন্তর্জাতিক বাজারে আমের সেভাবে কদর হত না। সেই কারণে এখানে আধুনিক প্রযুক্তিসম্পন্ন প্যাক হাউস গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান জেলাশাসক।
আরও খবর পড়ুন : বঙ্গ বিজেপির গোপন ভার্চুয়াল প্রশিক্ষণ শিবিরে মমতা বন্দ্যোপাধ্যায়?
