আরসিটিভি সংবাদ : উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের সাহেবঘাটা সংলগ্ন গাঙ্গুয়া এলাকায় মৃত কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে এক প্রতিনিধি দল।
শনিবার দুপুরনাগাদ সাহেবঘাটা যান বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, ইংরেজ বাজারের বিধায়ক শ্রীরুপা মিত্রচৌধুরী সহ বিজেপির রাজ্য প্রতিনিধি দল।
আরও পড়ুন – রায়গঞ্জে খুশীর ঈদে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের আবহ
কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। মৃতার শোকার্ত পরিবারকে সান্ত্বনা দিয়ে আগামীদিনে পাশে থাকার আশ্বাস দেন বিজেপি নেতৃত্ব। উল্লেখ্য শুক্রবার সকালে পালোইবাড়ি এলাকার একটি পুকুর পাড় থেকে উদ্ধার হয় ওই দ্বাদশ শ্রেণিতে পাঠরতা কিশোরীর মৃতদেহ। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে সাহেবঘাটা সংলগ্ন এলাকা।
আরও পড়ুন – পার্কে প্রেমিক যুগলদের অশ্লীলকর্ম
পুলিশকে ঘিরে দফায় দফায় চলে বিক্ষোভ। পালটা পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। মুহূর্তে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ওই এলাকা। এই ঘটনায় বেশকয়েকজনকে আটকও করে পুলিশ। এই ঘটনায় শুক্রবার বিজেপি একাধিক নেতৃত্ব ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে তাতে বাধা দেয় পুলিশ।
আরও পড়ুন – প্রবল দাবদাহে ক্ষতির মুখে পরিবহন ব্যবসা
যদিও শনিবার ছিল সম্পূর্ণ উলটো ছবি। বিজেপি একঝাঁক রাজ্য নেতৃত্ব দেখা করলেন মৃতার পরিবারের সঙ্গে।