নিউজ ডেস্ক, কালিয়াগঞ্জ, ২১ সেপ্টেম্বর : করোনা আবহে এবং লকডাউনের জেরে ইতিমধ্যেই ব্যবসা-বাণিজ্য শিকেয় উঠেছ৷ তার ওপর পেট্রোপণ্যের দাম ঊর্ধ্বমুখী। কার্যত লাভের ধন খেয়ে নিচ্ছে পিঁপড়ে। পথে ঘাটে পুলিশের বিরুদ্ধে জুলুমবাজির অভিযোগ তো রয়েছেই।
এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন মিনি ট্রাক মালিকেরা। বাধ্য হয়েই এবারে পথে নামলেন তারা।ডিজেলের উপর থেকে সরকারি কর প্রত্যাহার, পুলিশের জুলুমবাজি বন্ধ সহ বিভিন্ন দাবিতে সোমবার আন্দোলনের নামল কালিয়াগঞ্জ মিনি ট্রাক ওনার্স ও ডাইভার ইউনিয়ন। এদিন দুপুরে সংগঠনের পক্ষ থেকে কালিয়াগঞ্জ শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে মালিকদের পাশাপাশি গাড়ি ড্রাইভাররাও অংশ নেন। সংগঠন নেতৃত্বের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা উড়িয়ে রাজ্য ও জাতীয় সড়ক গুলিতে ভুটভুটি দাপিয়ে বেড়াচ্ছে।
অবিলম্বে ভুটভুটির দোরাত্ম্য বন্ধ করতে হবে। সেই সঙ্গে তাদের ওপর জুলুমবাজিও বন্ধ করতে হবে বলেও দাবি করেন তারা। পাশাপাশি ডিজেলের উপর থেকে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে তাদের কর প্রত্যাহার করতে হবে বলেও দাবি করেন সংগঠনে নেতৃত্ব। এদিন ধর্মঘট পালনের পাশাপাশি পথ অবরোধ করেন ট্রাক মালিক ও চালকরা। দামি মানা না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠন নেতৃত্ব৷