নিউজ ডেস্ক , হেমতাবাদ ২০ সেপ্টেম্বর : লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম শেখ নাজিমউদ্দিন।
তার বাড়ি হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ির বালুফারা এলাকায়। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার গভীর রাতে স্থানীয় লক্ষীডাঙ্গা মোড় এলাকা থেকে ৫০ গ্রাম ব্রাউন সুগার সহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি মোটর বাইক আটক করেছে হেমতাবাদ থানার পুলিশ

জানা গেছে, উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য লক্ষাধিক টাকা। ধৃত ব্যক্তি নিয়মিত মাদক বিক্রির কাজ করত। মালদা জেলার কালিয়াচক থেকে ব্রাউন সুগার কিনে এনে সে এই কাজ করত। জানা গিয়েছে, মৃত ব্যক্তির সাথে আর কার কার যোগ আছে তা খতিয়ে দেখছে পুলিশ।
রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার যশপ্রীত সিং জানিয়েছেন গোপন সূত্রে খবর পেয়ে এক ব্যক্তিকে আটক করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।