রেলকর্তৃপক্ষের সিদ্ধান্তে দুশ্চিন্তায় হকারেরা। সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে আন্দোলন

নিউজ ডেস্ক , ইসলামপুর , ২১ সেপ্টেম্বর :  বকেয়া বেতন পরিশোধ, রেলের বেসরকারীকরনের ফলে হকারদের জীবিকা নিয়ে অনিশ্চয়তা সহ বিভিন্ন দাবীর ভিত্তিতে সোমবার আলুয়াবাড়ি স্টেশন মাস্টারের মাধ্যমে কাটিহারের ডি আর এমের কাছে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়ন ও রেলওয়ে কন্ট্রাক্টরস লেবার ইউনিয়নের উত্তর দিনাজপুর জেলা কমিটি।

উল্লেখ্য করোনা আবহের জেরে বন্ধ রয়েছে রেল পরিষেবা। যার জেরে চরম আর্থিক সঙ্কট দেখা দিয়েছে রেল হকারদের। আর্থিক সঙ্কটের জেরে ইতিমধ্যেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন অনেকে। কিন্তু উদাসীন রেল কর্তৃপক্ষ। আন্দোলনকারীদের অভিযোগ রেলের বেসরকারীকরণের ফলে হকারদের জীবন, জীবিকা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

নিজস্ব ছবি

কাজ হারালে আত্মহত্যা ছাড়া বিকল্প কোনো পথ নেই হকারদের কাছে। রেলকর্তৃপক্ষের এই অমানবিক সিদ্ধান্তের প্রতিবাদেই আজকের এই কর্মসূচী। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হকার্স ইউনিয়নের জেলা সম্পাদক বিজয় চৌধুরী, রেলওয়ে কন্ট্রাক্টরস লেবার ইউনিয়নের জেলা সম্পাদক বিকাশ দাস সহ অন্যান্যরা।

Next Post

পুজোর মধ্যেই ইউ জি সি নেট পরীক্ষা ! কী জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ? পড়ুন বিস্তারিত

Mon Sep 21 , 2020
নিউজ ডেস্ক , ২১ সেপ্টেম্বর :  আগামী ২১, ২২ এবং ২৩ শে অক্টোবর দেশজুড়ে নেট পরীক্ষার হওয়ার কথা ছিল। কিন্তু ঘটনাক্রমে ২১ শে অক্টোবর দুর্গাপুজোর পঞ্চমী, ২২শে অক্টোবর ষষ্ঠী, এবং ২৩ শে অক্টোবর সপ্তমী। সে কারণে পুজোর কটা দিন কিভাবে পরীক্ষা হবে সে নিয়ে শুরূ হয়ে যায় সংশয়। পুজোর দিন […]

আপনার পছন্দের সংবাদ