নিউজ ডেস্ক , ইসলামপুর , ২১ সেপ্টেম্বর : বকেয়া বেতন পরিশোধ, রেলের বেসরকারীকরনের ফলে হকারদের জীবিকা নিয়ে অনিশ্চয়তা সহ বিভিন্ন দাবীর ভিত্তিতে সোমবার আলুয়াবাড়ি স্টেশন মাস্টারের মাধ্যমে কাটিহারের ডি আর এমের কাছে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়ন ও রেলওয়ে কন্ট্রাক্টরস লেবার ইউনিয়নের উত্তর দিনাজপুর জেলা কমিটি।
উল্লেখ্য করোনা আবহের জেরে বন্ধ রয়েছে রেল পরিষেবা। যার জেরে চরম আর্থিক সঙ্কট দেখা দিয়েছে রেল হকারদের। আর্থিক সঙ্কটের জেরে ইতিমধ্যেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন অনেকে। কিন্তু উদাসীন রেল কর্তৃপক্ষ। আন্দোলনকারীদের অভিযোগ রেলের বেসরকারীকরণের ফলে হকারদের জীবন, জীবিকা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
কাজ হারালে আত্মহত্যা ছাড়া বিকল্প কোনো পথ নেই হকারদের কাছে। রেলকর্তৃপক্ষের এই অমানবিক সিদ্ধান্তের প্রতিবাদেই আজকের এই কর্মসূচী। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হকার্স ইউনিয়নের জেলা সম্পাদক বিজয় চৌধুরী, রেলওয়ে কন্ট্রাক্টরস লেবার ইউনিয়নের জেলা সম্পাদক বিকাশ দাস সহ অন্যান্যরা।