নিউজ ডেস্ক : তৃণমূল নেতার বাড়ির পিছনে সেফটি ট্যাঙ্কের পাশ থেকে মিললো তাজা বোমা। বুধবার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচলের কলিগ্রাম পঞ্চায়েতের নুরগঞ্জে।জানা গিয়েছে, এলাকার বাসিন্দা তৃণমূল নেতা ইউসুফ আলীর বাড়ির পিছনে সেফটি ট্যাঙ্ক লাগোয়া বাঁশঝাড়ে বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাঁচল থানার পুলিশ।
আরও পড়ুন –গলাকাটা অবস্থায় আদিবাসী মহিলার মৃতদেহ উদ্ধার খুনের কারণ নিয়ে ধোঁয়াশা
গোটা জায়গাটিকে ঘিরে দেওয়া হয়েছে৷ খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। যদিও বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে জনমানসে।উল্লেখ্য এর আগেও নুরগঞ্জে একাধিকবার বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে।এমনকি সপ্তাহ দুয়েক আগেও বোমার খবর পেয়ে এলাকায় স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালানো হয়। ফলে অবিলম্বে এই ঘটনায় দুষ্কৃতিদের গ্রেফতারের দাবী জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
আরও পড়ুন –টিউবওয়েলে পরিস্রুত পানীয় জল বের না হওয়ায় বিপাকে খুদে পড়ুয়ারা
অন্যদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। উল্লেখ্যনুরগঞ্জ বুথ থেকে তৃণমূল নেতা ইউসুফ আলির নাম উঠে এসেছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে।তাকে বদনাম করতেই পঞ্চায়েত সদস্য স্বামী দিলদার হোসেন বাড়ির পাশে বোমা রেখেছে বলে অভিযোগ করেছেন ইউসুফ আলি | যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন দাবি করেছেন পঞ্চায়েত সদস্যর স্বামী দিলদার হোসেন।