নিউজ ডেস্ক:একেবারে দিনে দুপুরে চলছে গাছ চুরি। নদী বাঁধ থেকে বহুমূল্য গাছ কেটে উধাও করে দিচ্ছে দুষ্কৃতীরা। মালদা জেলার মানিকচকের ভুতনিতে অবাধে চলছে গাছ কাটা। স্থানীয়দের আশঙ্কা, এভাবে গাছ কাটা চলতে থাকলে বিপন্ন হতে পারে নদী বাঁধ। উল্লেখ্য, মালদার ভুতনির শংকরটোলা এলাকায় রয়েছে সরকারি রিং বাঁধ। যার একদিকে ফুলহার নদী, অন্যদিকে রয়েছে গঙ্গা নদী।
আরও পড়ুন – আদিবাসী এক মহিলার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকায়
মানিকচকের বিস্তীর্ণ অঞ্চলকে বন্যা থেকে বাঁচাতে নির্মিত হয় নদী বাঁধ। আর এই নদীবাঁধকে বাঁচাতে প্রায় দু’দশক আগে তৎকালীন মানিকচক পঞ্চায়েত সমিতির উদ্যোগে বাঁধে বনসৃজন করা হয়। সারি সারি দিয়ে মেহগনি, শিশু, আকাশমনি প্রভৃতি গাছ রোপণ করা হয়। আর এই গাছগুলিতেই নজর পড়েছে কাঠের চোরা কারবারিদের। যারা সুযোগ বুঝে গাছ কেটে উধাও করে দিচ্ছে বলে অভিযোগ। ইতিমধ্যেই গত কয়েকদিনে ওই এলাকা থেকে কেটে নেওয়া হয়েছে বেশ কিছু গাছ। বছরদুয়েক আগেও একবার ওই এলাকায় গাছ কেটে নেওয়ার ঘটনা প্রকাশ্যে আসে। সেইসময় প্রতিবাদ ও আন্দোলনের জেরে কিছুদিন বন্ধ ছিল গাছ কেটে নেওয়ার মতো ঘটনা। কিন্তু, ফের নদী বাঁধ থেকে গাছ চুরির ঘটনা প্রকাশ্যে এসেছে। ওই এলাকায় নদীবাঁধ বেশ কিছুটা নির্জন। এই সুযোগকেই কাজে লাগাচ্ছে দুষ্কৃতীরা এমনই অভিযোগ স্থানীয়দের। গাছ কাটা নিয়ে প্রতিবাদ করলে স্থানীয়দের বেশ কয়েকজনকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। গোটা ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন – জল সংকটের দাবি তুলে প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ
যদিও এই ঘটনার প্রতিবাদে একযোগে সরব হয়েছে বিরোধীরা। বিষয়টিকে তীব্র কটাক্ষ করেছেন সিপিএম নেতা শ্যামল বসাক।গাছ কেটে ফেলার এই ঘটনায় সরব হয়েছে বিজেপিও। ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন বিজেপি নেতা গৌর চন্দ্র মন্ডল।অপরদিকে এই বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মন্ডল।