
নিজস্ব সংবাদদাতা , কালিয়াগঞ্জ , ০৪ মার্চ : গরম পড়তে না পড়তেই তীব্র জল সংকটে শুরু হয়েছে কালিয়াগঞ্জের মালগাঁও গ্রাম পঞ্চায়েতের মালগাঁও গ্রাম। ফলে ক্ষোভ ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। গ্রামের সাবমার্সিবল পাম্প ও গভীর নলকূপ সবই প্রায় বিকল হয়ে রয়েছে বলে অভিযোগ৷ আর এতে করে দৈনন্দিন কাজকর্ম করতে সমস্যা হচ্ছে তাদের।
কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও গ্রাম পঞ্চায়েতের মালগাঁও এলাকাতে প্রায় কয়েক হাজার মানুষের বসবাস। এই বিপুলসংখ্যক মানুষের জন্য গ্রামে পঞ্চায়েত থেকে গভীর নলকূপ বসানো হলেও ভূগর্ভস্থ জলস্তর নিচে নেমে যাওয়ায় অধিকাংশ নলকূপ থেকে জল পাওয়া যায় না। অন্যদিকে সরকারি যে সমস্ত সাবমার্সিবল পাম্প রয়েছে সেগুলো বিকল হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে বলে অভিযোগ। একাধিকবার ব্যাপারে পঞ্চায়েত কর্তৃপক্ষকে বলা হলেও কোন সুরাহা হয়নি৷ গ্রামবাসীরা বলেন,’দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা চলেও সম্পূর্ণ নির্বিকার পঞ্চায়েত কর্তৃপক্ষ। নিম্নমানের কাজ হওয়ার কারণে পাম্প মেশিন গুলিব বিকল হয়ে পড়ছে। গরম সেভাবে এখনো পড়ে নি। এমতাবস্থায় এই গুরুতর সমস্যা নিরসনে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। যদিও কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি গোলাম মোস্তাক বলেন, নির্বাচনী আচরণ বিধিলাগু হয়ে যাওয়ায় এখন উন্নয়নের কাজ করা সম্ভব নয়। তবে প্রশাসনের সঙ্গে কথা বলে যথাযথ উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে।
