নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ৩০ সেপ্টেম্বর : কয়েকদিনের ক্রমাগত বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে রায়গঞ্জ ব্লকের বিস্তীর্ণ এলাকায়। রায়গঞ্জ ব্লকের জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের সরিয়াবাদ সহ বহু গ্রাম জলের তলায় চলে গিয়েছে। নাগর নদীর জলে ভেসে গিয়েছে বিস্তীর্ণ এলাকা।
জলে ভেসে গিয়েছে রাস্তাঘাট। রাস্তার ওপর দিয়ে তীব্র স্রোতে জল বয়ে যাচ্ছে বিভিন্ন গ্রামে। ফলে জলবন্দী হয়ে পড়েছেন বহু মানুষ। আর সি টিভি সংবাদে এ খবর সম্প্রচারের পর জগদীশপুর এলাকার জলবন্দী মানুষের পাশে দাঁড়ালেন রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সত্যজিৎ বর্মণ। বুধবার তিনি গ্রামে গিয়ে বন্যাদুর্গত মানুষদের মধ্যে খিচুড়ি বিতরণ করেন। রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সত্যজিৎ বর্মণ জানিয়েছেন, ” কয়েকদিনের ক্রমাগত বৃষ্টিতে নাগর নদীর জলে প্লাবিত রায়গঞ্জ ব্লকের জগদীশপুর এলাকার বিস্তীর্ণ এলাকা। কয়েকহাজার মানুষ বন্যার কবলে পড়েছেন। এলাকার বন্যা দুর্গত মানুষদের মধ্যে খিচুরি বিতরণের উদ্দ্যোগ নেওয়া হয়েছে। এর আগে ব্যক্তিগত উদ্যোগে চিড়া, গুড় সহ অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে এবং ব্লক থেকে পানীয় জল বিতরণ করা হয়েছে। যতোদিন পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি না স্বাভাবিক হচ্ছে ততদিন পর্যন্ত বন্যা দুর্গত মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিলি করা হবে। “
এবিষয়ে বানভাসি মানুষেরা জানিয়েছেন, “নাগর নদীর জলে ভেসে গিয়েছে গ্রামের বিস্তীর্ণ এলাকা। আর সি টিভির খবরের জেরেই ব্লক প্রশাসন এবং তৃণমূল নেতৃত্ব তাদের সাহায্যার্থে ত্রাণ সামগ্রী নিয়ে এগিয়ে এসেছে। “নিম্নচাপের বৃষ্টি থেমে যাওয়ায় বিভিন্ন এলাকা থেকে জল নামতে শুরূ করেছে। তবে পুরোপুরি জল নামতে আরো কিছুদিন সময় লাগবে বলে মনে করছেন দুর্গত মানুষেরা।