১৮ ফেব্রুয়ারি দেশের মুখ্য নির্বাচনী আধিকারিকের পদ থেকে অবসর নিচ্ছেন রাজীব কুমার। তাঁর স্থলাভিষিক্ত হবেন কে?চলছে সেই আলোচনা। সূত্রের খবর,দেশের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক হতে চলেছেন জ্ঞানেশ কুমার।

ভ্যালেন্টাইন ডে ‘ র প্রাক্কালে পড়ল পোস্টার!!বাড়ছে রহস্য
১৭ ফেব্রুয়ারি এই সংক্রান্ত বৈঠক হতে চলেছে। সেই বৈঠকেই সম্ভবত নাম ঘোষণা হতে পারে জ্ঞানেশ কুমারের। কেরালা ক্যাডারের অন্তর্ভুক্ত জ্ঞানেশ কুমার হলেন ১৯৮৮ ব্যাচের একজন অবসরপ্রাপ্ত ভারতীয় প্রশাসনিক পরিষেবা কর্মকর্তা। ২০২৪ সালের ৩১ জানুয়ারী ভারতের সহযোগি সচিব হিসেবে অবসর গ্রহণ করেন।
ভ্যালেন্টাইন ডে ‘ র প্রাক্কালে পড়ল পোস্টার!!বাড়ছে রহস্য
২০২৪ সালে ১৪ মার্চ তিনি ভারতের নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হন। সব ঠিক থাকলে এবার দেশের মুখ্য নির্বাচনী আধিকারিকের পদে বসতে চলেছেন তিনি।