আরসিটিভি সংবাদ : পরীক্ষা চলাকালীন ইটাহার ব্লকের কাপাশিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দুয়ারে সরকার শিবির বসানোয় দেখা দিয়েছে বিতর্ক। পরীক্ষা চলার মধ্যে কিভাবে স্কুলে দুয়ারে সরকার শিবির বসল তা নিয়ে উঠছে প্রশ্ন৷ ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে গ্রামবাসীদের মধ্যে।
আরও পড়ুন – পঞ্চায়েত সদস্যের বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালো দুষ্কৃতিরা
তাদের অভিযোগ, দুয়ারে সরকার শিবির থেকে মানুষ সুযোগ সুবিধা পাচ্ছে ঠিকই কিন্তু পরীক্ষা শেষের পর শিবির করা উচিত ছিল। সাধারণ মানুষের কোলাহলে ছাত্রছাত্রীদের পরীক্ষার মনোযোগ নষ্ট হয়।
আরও পড়ুন – রায়গঞ্জে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষনের অভিযোগ
তবে কাপাশিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান সুফিয়া বিবি বলেন, দুয়ারে সরকার শিবির করা হয়েছে সাধারণ মানুষের স্বার্থে৷ অন্যদিকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানিয়েছেন স্কুলে পঞ্চম থেকে দশম শ্রেণির পরীক্ষার রুটিন আগেই তৈরি ছিল। মাঝে আচমকা দুয়ারে সরকার শিবিরের দিনক্ষণ ঘোষণা করা হয়। ফলে পরীক্ষা পিছিয়ে দেওয়া কিংবা বন্ধ করা সম্ভব হয় নি। এবিষয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায় নি।