আরসিটিভি সংবাদ : মানসিক দিক থেকে বিশেষ ভাবে সক্ষম অসহায় এক তরুনীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটনার রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েতের চাপদুয়ারের নারায়ণপুর এলাকায়।
পরিবারের অভিযোগ গত শনিবার ঝড়বৃষ্টির রাতে এই কান্ড ঘটায় অজয় বর্মন নামের প্রতিবেশী যুবক। জানা যায়, বাড়িতে ঐ তরুনী ও তার বাবা থাকেন।
আরও পড়ুন – ফের রায়গঞ্জ শহরে উদ্ধার আগ্নেয়াস্ত্র
মেয়েটি মানসিক প্রতিবন্ধকতায় আক্রান্ত। পরিবার সূত্রের খবর, শনিবার ঝড়বৃষ্টির রাতে বাইরে বারান্দায় শুয়ে ছিলপন তার বৃদ্ধ বাবা। ঘরে একাই ছিল মেয়েটি। সেসময় অজয় সুযোগ বুঝে ঘটে ঢুকে দরজা লক করে ঐ তরুনীকে ধর্ষণ করে বলে অভিযোগ।
আরও পড়ুন – রাস্তার শিলান্যাস হওয়ায় খুশী স্থানীয়রা
মেয়ের চিৎকারে বাবা উঠে দরজা ধাক্কা ধাক্কি করলে কোনোরকমে পালিয়ে যায় অভিযুক্ত। মেয়ের বাবার অভিযোগ, এর আগেও একবার তার মেয়েকে যৌন নির্যাতন করে অজয়। ঘটনার জেরে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। পুলিশে অভিযোগ ও জানিয়েছেন।
আরও পড়ুন – মালদায় কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস সংঘর্ষ
এদিকে এই ঘটনার জেরে ক্ষোভে ফুঁসছেন প্রতিবেশীরা। অভিযুক্ত এই যুবক আগেও বেশ করেয়কবার এধরনের কর্মকান্ডে লিপ্ত হয়েছে বলে অভিযোগ তাদের। তার কঠোর শাস্তির দাবী জানিয়েছেন তারাও। এই ঘটনার খবর পেয়ে সোমবার নির্যাতিতার বাড়ি যাব পশ্চিম বঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনীর জেলা সম্পাদক উত্তম কুমার গুহ। তিনি কথা বলেন মেয়ে ও তার পরিবারের সাথে।
আরও পড়ুন – গাজোলে জাতীয় শিশু রক্ষা কমিশনের চেয়ারম্যানকে বাধা
এই ঘটনায় অভিযুক্তের চরমতম শাস্তির দাবী জানিয়েছেন তিনি। এবিষয়ে রায়গঞ্জ থানায় সংগঠনগত ভাবে ডেপুটেশন দেওয়ার কথাও জানিয়েছেন উত্তম বাবু। পুলিশ সূত্রের খবর, অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত অজয়কে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।