নিজস্ব সংবাদদাতা , হেমতাবাদ , ১৪ অক্টোবর : আর কয়েকদিনের অপেক্ষা তারপরেই উমা আসছেন মর্ত্যে। দেবীকে স্বাগত জানাতে ব্যস্ততা তুঙ্গে বিভিন্ন পুজো কমিটির সদস্যদের মধ্যে। তবে করোনা আবহে সবটাই কেমন যেন ওলটপালট হয়ে গিয়েছে। বড় বড় পুজো কমিটি গুলো বাজেট কমিয়ে কেবলমাত্র রীতিনীতি মেনেই পুজো করাতে বেশি প্রাধান্য দিচ্ছে।
হেমতাবাদের বিভিন্ন বিগ বাজেটের পুজো গুলির মধ্যে অন্যতম হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিদ্যুৎ ক্লাবের পুজো। এই বছর তাদের পুজো ৬৩ তম বর্ষে পদার্পণ করলো। করোনা আবহের জেরে জাঁকজমকে নয় শুধু রীতিনীতি মেনে পুজোতেই জোর দিচ্ছেন পুজো উদ্যোক্তারা। এবছর এই পুজোয় করোনা নিয়ে সমাজ সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি থাকছে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ সহ বিভিন্ন সমাজসেবা মূলক কাজ। পুজো কমিটির অন্যতম সদস্য বাপী ক্ষেত্রী জানিয়েছেন, প্রতি বছর বড় করেই পুজো করে বাঙ্গালবাড়ি বিদ্যুৎ ক্লাব। তবে সরকারি নির্দেশ মেনে এবছর পুজো ছোটো করে করা হচ্ছে। রাজ্য সরকারের অনুদানে পাওয়া ৫০ হাজার টাকা এবং শুধু মাত্র ক্লাব সদস্যদের কাছ থেকে চাঁদা তুলে পুজো করা হচ্ছে। করোনা বিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে দর্শনার্থীদের মন্ডপে প্রবেশ করানো হবে বলে জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ।