পৈতৃক জমি নিয়ে সংঘর্ষে ভাইয়ের হাতে দাদা খুন

পৈতৃক জমি নিয়ে সংঘর্ষে ভাইয়ের হাতে দাদা খুন

নিজস্ব সংবাদদাতা , ডালখোলা , ১৪ অক্টোবর :  পৈতৃক জমির দখল নিয়ে দুই ভাইয়ের মধ্যে গন্ডগোলের জেরে খুন হয়ে গেল এক ভাই। বুধবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ডালখোলা পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মান্নাটলি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম জিয়াউল রহমান (৫৫)।

জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে জিয়াউল রহমানের সাথে জমি নিয়ে বিবাদ চলছিল তার ভাই আব্দুল জব্বারের। বুধবার সকালে জমি নিয়ে আবার দুই ভাইয়ের মধ্যে বিবাদ চরমে ওঠে, সেই সময় জিয়াউলের ছোট ভাই জব্বার জিয়াউলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। অপর দিকে দাদার মৃত্যুর খবর জানাজানি হতেই এলাকা ছেড়ে চম্পট দেয় ঘটনায় অভিযুক্ত আব্দুল জব্বার। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্ত আব্দুল জব্বারের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Next Post

বিভিন্ন দাবীতে আন্দোলনে মহিলা সংঘ সমবায় সমিতি

Wed Oct 14 , 2020
নিজস্ব সংবাদদাতা , রতুয়া , ১৪ অক্টোবর : মাসিক সাম্মানিক বৃদ্ধি, সময় মত সাম্মানিক প্রদান, ৬০ বছর পর্যন্ত কর্ম নিশ্চিয়তা সহ বিভিন্ন দাবীতে বুধবার রতুয়া ২ ব্লকের প্রশাসনিক ভবন চত্বরে অবস্থান বিক্ষোভ কর্মসূচী পালন করল মহিলা সংঘ সমবায় সমিতি। এদিন একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে প্রশাসনিক ভবন […]

আপনার পছন্দের সংবাদ