কেন্দ্রীয় সরকারের উদ্যোগে করোনা টিকা দেওয়ার প্রস্ততি চলছে জোরকদমে

নিউজ ডেস্ক , ২৬ ডিসেম্বর : করোনা টীকাকরণ কর্মসূচি বাস্তবায়িত করতে যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করে ফেলল কেন্দ্র। টিকা প্রয়োগের ক্ষেত্রে নিযুক্ত স্বাস্থ্য কর্মীদের উন্নত প্রশিক্ষণ এবং টীকাদানকারীদের বিষয়টি শেখানোর কাজ দেশজুড়ে চলেছে। বিভিন্ন পর্যায়ে টীকা নিয়ে যারা কাজ করবেন, তাদের প্রশিক্ষণের বিস্তারিত বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।

কোল্ড চেন প্রস্তুতি, সমগ্র টীকাকরণ প্রক্রিয়ার ব্যবস্হাপনা এবং তথ্য প্রযুক্তি প্ল্যাটফর্মের সাহায্যে কিভাবে পুরো বিষয়টি আরও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তার ব্যবস্হা হয়েছে। জাতীয় পর্যায়ে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচীতে ২হাজার ৩৬০ জন যোগ দিয়েছেন। এদের মধ্যে রাজ্য টীকাকরণ আধিকারিক ও কোল্ড চেন অফিসার রয়েছেন। দেশের ৬৮১-টি জেলার ৪৯ হাজার ৬০৪ জন ইতমধ্যেই প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন। কোভিড টীকা নিয়ে যাবতীয় প্রশ্ন ও কৌতুহলের উত্তর দিতে জাতীয়স্তরে -১০৭৫ ও ১০৪ – এই দুটি হেল্পলাইনকেও আরও জোরদার করা হয়েছে। তবে করোনা প্রতিষেধক কবে আসবে তা এখনও স্পষ্ট নয়৷ কিন্তু যাবতীয় প্রস্তুতি সেরে রাখতে সমস্ত রাজ্যের সঙ্গে সমন্বয় সাধন করে টিকাকরণের প্রস্তুতি সেরে রাখতে চাইছে কেন্দ্র।

Next Post

ফাস্ট্যাগে টোল সংগ্রহ ছাড়াল ৮০ কোটি

Sat Dec 26 , 2020
নিউজ ডেস্ক , ২৬ ডিসেম্বর : ২০২১ সালের পয়লা জানুয়ারী থেকে প্রতিটি যানবাহনে ফাস্ট্যাগ বাধ্যতামূলক করা হয়েছে। যদিও তার আগেই গোটা দেশে এই প্রথম ফাস্ট্যাগ থেকে টোল সংগ্রহের পরিমাণ ৮০ কোটি টাকা ছাড়িয়ে গেল। প্রতিদিন রেকর্ড সংখ্যক প্রায় ৫০ লক্ষ ফাস্ট্যাগ লেন-দেন হয়েছে বলে কেন্দ্রীয় সড়ক ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে। […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম