নিউজ ডেস্ক , ২৬ ডিসেম্বর : ২০২১ সালের পয়লা জানুয়ারী থেকে প্রতিটি যানবাহনে ফাস্ট্যাগ বাধ্যতামূলক করা হয়েছে। যদিও তার আগেই গোটা দেশে এই প্রথম ফাস্ট্যাগ থেকে টোল সংগ্রহের পরিমাণ ৮০ কোটি টাকা ছাড়িয়ে গেল।
প্রতিদিন রেকর্ড সংখ্যক প্রায় ৫০ লক্ষ ফাস্ট্যাগ লেন-দেন হয়েছে বলে কেন্দ্রীয় সড়ক ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে। শুক্রবার পর্যন্ত ২ কোটি ২০ লক্ষেরও বেশী ফাস্ট্যাগ দেওয়া হয়েছে বলে মন্ত্রক জানিয়েছে। উল্লেখ্য ২০২১ সালের পয়লা জানুয়ারী থেকে প্রতিটি যানবাহনে ফাস্ট্যাগ বাধ্যতামূলক করা হয়েছে। টোল প্লাজাগুলিতে সব যানবাহন যাতে নির্ঝঞ্ঝাটে এই ব্যবস্থার সুবিধা নিতে পারে, তার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নিয়েছে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ। ফাস্ট্যাগ চালু হওয়ার ফলে সমস্ত জাতীয় সড়ক ব্যবহারকারীরা যাত্রাপথের সময় ও জ্বালানি বাঁচাতে পারবেন। টোল সংগ্রহের ক্ষেত্রে আর হয়রানির মুখে পড়তে হবে না৷