আরসিটিভি সংবাদ –স্টেশনে আসা যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার পাশাপাশি কঠোর হাতে আইনশৃঙ্খলা রক্ষা করে থাকেন রায়গঞ্জ স্টেশনের ডালখোলা জি আর পি’র অধীন আর পি আই সি’ র পুলিশ কর্মীরা। এর পাশাপাশি দীর্ঘ এক বছর ধরে ” উইনার্স এডুকেশন ক্লাসেস ” এই প্রকল্পের মাধ্যমে এলাকার খুদে পড়ুয়াদের পাঠদান করে চলেছেন এই পুলিশবাহিনী।
আরও পড়ুন – নিশীথ প্রামানিকের উপর হামলার ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর
দেশের প্রতিটি স্টেশন সংলগ্ন এলাকায় থাকে বস্তি। সেইসব বস্তিতে বাস বাস করেন হাজার হাজার গরীব দুস্থ নিরাশ্রয় মানুষ। রায়গঞ্জ স্টেশন সংলগ্ন এলাকাতেও রয়েছে বেশকিছু বস্তি। যেখানে থাকেন দিন আনি দিন খাওয়া বহু দুস্থ গরীব মানুষ। তাঁদের ছেলেমেয়ারা বেসরকারি স্কুলে বা প্রাইভেট টিউটর দিয়ে পড়াশুনা চালাতে পারেননা। এইসব দুস্থ গরীব মানুষদের প্রাথমিক স্কুলের পড়ুয়াদের বিনামূল্যে টিউশন প্রদান করে চলেছেন রায়গঞ্জ স্টেশনের আর পি আই সি’র পুলিশ কর্মীরা। রায়গঞ্জ স্টেশনে আর পি আই সি’র পুলিশের এই পাঠশালায় পাঠদান গ্রহন করতে আসা বস্তির বাসিন্দা আকাশ বাশফোঁড়, শ্রাবণ রজকেরা জানায়, প্রতিদিনই এই স্যারদের কাছে টিউশন পড়তে আসি। খুব ভালো পড়াশুনা করান এবং এখানে এসে পড়াশুনা করতে তাদের ভীষন ভালোলাগে।
আরও পড়ুন – মালদায় বন্ধুদের চায়ের আড্ডায় চললো গুলি !
” উইনার্স এডুকেশন ক্লাসেস ” প্রকল্পের মাধ্যমে এক বছর ধরে বিনামূল্যে পাঠদান করে চলেছেন রায়গঞ্জ স্টেশনের আর পি আই সি’র পুলিশ কর্মীরা। রায়গঞ্জ রেল স্টেশনের আর পি আই সি’র সেকেন্ড অফিসার চিত্তরঞ্জন রজক জানিয়েছেন, বড় সাহেবের নির্দেশে রায়গঞ্জ স্টেশন সংলগ্ন বস্তি এলাকার দুস্থ ও গরীব ছাত্রছাত্রীদের পড়াশুনায় সাহায্য করার লক্ষ্যে এই বিনামূল্যে পাঠদান কেন্দ্র খোলা হয়েছে। এলাকার দুস্থ ও গরীব শিশুদের বাবামায়েরা টাকা দিয়ে প্রাইভেট টিউটর রেখে পড়াতে পারেন না। তাদের সাহায্যার্থেই এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ এই পাঠদান কর্মসূচি আগামীদিনেও চলবে।রায়গঞ্জ স্টেশনের আর পি আই সি’র পুলিশ কর্মীদের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রায়গঞ্জ শহরের বাদিন্দারা।