নিশীথ প্রামানিকের উপর হামলার ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর

নিশীথ প্রামানিকের উপর হামলার ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর

আরসিটিভি সংবাদ – শনিবার দিনহাটার বুড়িরহাটে এক বিজেপি কর্মীকে দেখতে যাওয়ার পথে তৃণমূল কংগ্রেস কর্মীরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিককে কালো পতাকা দেখাতে থাকে। পরবর্তীতে সেখানেই তৃণমূল ও বিজেপির মধ্যে বচসা থেকে শুরু হয় সংঘর্ষ। এই ঘটনায় এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় ।

আরও পড়ুন – দেবীর বেদী সরানোয় উত্তাল মধুপুর !

 

তৃনমুল কংগ্রেসের ছোঁড়া পাথরে নিশীথ প্রামাণিকের গাড়ির কাঁচ ভেঙে যায় এবং গুলিও চালায় বলে অভিযোগ করে বিজেপি। পরবর্তীতে পাল্টা তৃণমূলের পার্টি অফিস এবং বেশকিছু মোটরবাইক ভাঙচুর করে বিজেপি। ঘটনাস্থল থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিককে সুরক্ষিত ভাবে বের করে আনে পুলিশ। এদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ঘটনাস্থলে পরিদর্শনে যান। সেখানে গিয়ে পুরো ঘটনা খতিয়ে দেখেন এবং নিশীথ প্রামাণিক ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটিয়েছে এবং তারাই প্রথমে হামলা চালিয়েছে বলে জানান। সম্পূর্ণ ঘটনাই বিজেপির পরিকল্পিত বলে অভিযোগ করেছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।

 

আরও পড়ুন – শিক্ষার আলো জ্বালানোর ব্রতে ধ্রুব !

 

এদিকে সংঘর্ষের ঘটনার পর বুড়িরহাটে ঘটনাস্থলে আসেন কোচবিহারের অতিরিক্ত জেলা পুলিশ সুপার কুমার সানী রাজ। ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পুরো ঘটনায বিজেপির পক্ষ থেকে করা হয়েছে বলে অনুমান করে এই ঘটনা নিয়ে একটি মামলাও রুজু করেন। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীরা অবিলম্বে শাস্তি পাবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ।

 

আরও পড়ুন – বুনিয়াদপুরে শ্রাদ্ধ বাড়ির খাবার খেয়ে অসুস্থ ৩৪ জন শিশু

 

এদিকে শনিবারের এই ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক জানিয়েছেন, ঘটনাস্থলে যে পুলিশ কর্মীরা ছিলেন তাদের পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। অতিরিক্ত পুলিশ সুপার যে বক্তব্য দিয়েছে, তা নিয়ে তিনি বলেন, পুলিশ তদন্ত না করেই একপক্ষ হয়ে এভাবে কথা বলছে। একজন দায়িত্বশীল পুলিশ অফিসার এইভাবে কথা বলবেন এটা ভাবতেও পারিনি। নিরপেক্ষ ভাবে তার কাজ করা উচিত ছিল।আগামী দিনে এই ধরনের ঘটনা তৃণমূল যদি আরও করে তাহলে আমরা রুখে দাঁড়াবো এবং তার যোগ্য জবাব সময় মত দেওয়া হবে।

Next Post

রায়গঞ্জ স্টেশন সংলগ্ন এলাকায় বিনা পারিশ্রমিকের পাঠশালা

Sun Feb 26 , 2023
আরসিটিভি সংবাদ –স্টেশনে আসা যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার পাশাপাশি কঠোর হাতে আইনশৃঙ্খলা রক্ষা করে থাকেন রায়গঞ্জ স্টেশনের ডালখোলা জি আর পি’র অধীন আর পি আই সি’ র পুলিশ কর্মীরা। এর পাশাপাশি দীর্ঘ এক বছর ধরে ” উইনার্স এডুকেশন ক্লাসেস ” এই প্রকল্পের মাধ্যমে এলাকার খুদে পড়ুয়াদের পাঠদান করে চলেছেন […]

আপনার পছন্দের সংবাদ