বালুরঘাট, ০৫ জুন : দুষ্কৃতীদের ধরতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হলেন এক পুলিশ আধিকারিক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের তপন থানা এলাকায়। বিজন কুমার চৌধুরী নামে আহত ওই অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টরকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে তপন এলাকায় পুলিশি টহল দেওয়ার সময়। রাস্তায় কিছু সমাজবিরোধীদের লাঠিসোটা ধারালো অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতে দেখা যায়। সে সময় কর্তব্যরত এএসআই তাদের ধরতে গেলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বিজন কুমার চৌধুরী নামে ওই অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টরকে। মাথায় ভারী ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন তিনি। এরপর রাত বারোটা নাগাদ বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। ভর্তি করা হয় বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতালের চিকিৎসক সূত্রে জানা গিয়েছে, আহত পুলিশ এএসআই এর মাথায় গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। তার অপারেশন করা হয়েছে। শনিবার সিটি স্ক্যান করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।