আর সপ্তাহখানেক বাদেই আসছে ২০২৫ সাল। নতুন বছরের শুরু থেকেই রায়গঞ্জ ব্লকে টোটো চালানোর ক্ষেত্রে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। পৌরসভা, পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে কিছুদিন আগে সভা করে এই বিধি নিষেধের বিষয়ে অবগত করা হয়েছে সকলকে।
কচ্ছপ পাচারের চেষ্টা বানচাল, গ্রেফতার ২ মহিলা সহ ৩
আর সেই ইস্যুকে সামনে রেখেই এবারে বিক্ষোভ সভা করলেন গ্রামীন এলাকার টোটো চালকরা। রবিবার রায়গঞ্জের কমলাবাড়ী এলাকায় টোটো চালকরা এই সভায় উপস্থিত হন। সরকারিভাবে যে সমস্ত বিধি নিষেধ আরোপ করা হয়েছে সেই সমস্ত শর্তাবলী মেনে চলা সম্ভব নয় বলে জানিয়ে দেন টোটো চালকরা। বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন তারা।
জঙ্গি সন্দেহে ধৃতকে তুলে দেওয়া হলো কাশ্মীর পুলিশের হাতে
তোতন সরকার নামের এক টোটো চালক বলেন, নতুন বছরের শুরু থেকে গ্রাম এবং শহরের টোটো বিভক্ত করা হবে। অর্থাৎ গ্রামের টোটো শহরে চলতে পারবে না। এছাড়াও নীল এবং সবুজ টোটোকে ধাপে ধাপে চলার নির্দেশিকা জারি হয়েছে। এতে তারা অনেক সমস্যায় পড়বেন বলে জানিয়েছেন তিনি। এই নির্দেশিকার বিষয়ে শনিবার দিন ফর্ম সংগ্রহ করেছেন তারা। রবিবার ছিল ফর্ম জমা দেওয়ার শেষ দিন।কিন্তু তারা এই নির্দেশিকার প্রতিবাদ জানিয়ে এদিন কোনো টোটো চালকই ফর্ম জমা দেননি। তাদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
পুলিশি তৎপরতায় গ্রেপ্তার অপহরণকারী, সাংবাদিকদের মুখোমুখি মালদা জেলা পুলিশ সুপার
অপর এক টোটো চালক সুজিত সূত্রধর বলেন, গ্রাম এবং শহরের টোটোর বিভক্তিকরণের জেরে তাদের সমস্যায় পড়তে হবে। আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবেন তারা। তারা কর দিতে প্রস্তুত। তবে আগের মতই টোটো চালাতে চান তারা। বাধা দিলে গ্রামে উৎপাদিত সামগ্রী তারা শহরে আনতে বাধা দেবেন বলে হুঁশিয়ারি দেন।া