মরসুমি ফল হিসেবে কমলা খুব জনপ্রিয়, তবে রূপচর্চার ক্ষেত্রেও এই ফল খুবই উপকারী। জেনে নিন কিভাবে ব্যবহার করবেন

নিউজ ডেস্ক , ২৯ ডিসেম্বর : শীতকালে ত্বকের সঠিক যত্ন খুবই প্রয়োজন। শুষ্ক ত্বক তো বটেই, তৈলাক্ত ত্বকও এ সময় হয়ে ওঠে প্রাণহীন। ত্বকের রংটা যেমনই হোক না কেন একটা কালচে আবরণ দেখা দেয় ত্বকে। মৌসুমি ফলের খোসার ব্যবহারেই এই সময় ত্বক পেতে পারে উজ্জ্বলতা। বাজারে এখন কমলার মৌসুম। আর এই সময় কমলার খোসা বা কমলার রস হতে পারে আপনার দৈনন্দিন রূপচর্চার উপকরণ।
জেনে নিন –

১) কমলালেবুর রস স্কিন টোনার হিসাবে ভালো। সকালে ঘুম থেকে উঠে প্রথমে মুখ পরিষ্কার করে নিন। এবার কমলার রসে তুলো ভিজিয়ে চেপে চেপে লাগান ত্বকে। রক্তসঞ্চালন ভালো হবে ও বাড়বে ত্বকের জৌলুস।
২) ত্বকের মৃত কোষ তুলতেও অপরিহার্য কমলার খোসা। এ জন্য ১ টেবিল চামচ কমলার খোসা বাটার সঙ্গে ২ টেবিল চামচ চালের গুঁড়ো, ২ টেবিল চামচ তরল দুধ এবং আধা চা-চামচ মধু মিশিয়ে স্ক্র্যাবার হিসেবে ব্যবহার করতে পারেন। স্নানের আগে ত্বকের মৃত কোষ তুলতে যেকোনো ধরনের ত্বকের জন্য এই স্ক্র্যাবটি বেশ কার্যকর। এ ছাড়া যাঁদের ত্বক খুব বেশি তৈলাক্ত তাঁরা সপ্তাহে দুই দিন কমলার রসে জল মিশিয়ে তুলো দিয়ে পুরো মুখে লাগিয়ে দশ মিনিট অপেক্ষা করুন। এটা ত্বকে কালচে পোড়া দাগ তুলতেও সাহায্য করবে।
৩) শীতে ব্রণ দেখা দিলে কমলালেবুর রসের সাইট্রিক অ্যাসিডকে কাজে লাগান। আঙুলে করে একটু কমলার রস নিয়ে ব্রণর উপরে ঘষে দিলেই শুকিয়ে যাবে ব্রণ, ত্বক হয়ে উঠবে পরিষ্কার, ঝকঝকে!
৪) মুখের খোলা রোমছিদ্র সংকুচিত করতে সাহায্য নিন কমলালেবুর রসের। মুখে খানিকটা কমলার রস মেখে দু’তিন মিনিট রাখুন, তারপর ঠান্ডা জলে চেপে চেপে ধুয়ে নিন। ত্বক আর মন, দুইই নিমেষে চনমনে হয়ে উঠবে।
৫) মুখ থেকে বলিরেখা দূর করে ত্বক টানটান রাখতে চান? বেছে নিন কমলালেবু। কমলায় প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডান্ট রয়েছে যা আপনার ত্বককে ফ্রি র‍্যাডিকালের হামলা থেকে রক্ষা করে, কাছে ঘেঁষতে দেয় না বলিরেখা ও বয়সের দাগ। কমলালেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে নিন, তারপর জল বা দুধের সঙ্গে মিশিয়ে ফেস প্যাক হিসেবে ব্যবহার করুন।

যাঁদের ত্বকে উচ্চমাত্রার অ্যালার্জি রয়েছে তাঁদের কমলার খোসা ত্বকের যত্নে ব্যবহার না করাই ভালো। এ ছাড়া কমলার খোসাবাটা বা কমলার রস কোনোটাই ত্বকে সরাসরি ব্যবহার করবেন না, কারণ অ্যাসিডের পরিমাণ বেশি হওয়ার কারণে কমলার রস ব্যবহারের ফলে ত্বক পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

Next Post

হাতুড়ে চিকিৎসকের খপ্পরে পড়ে বেঘোরে প্রাণ গেল গৃহবধূর, চিকিৎসায় গাফিলতির অভিযোগে সরব পরিবার

Tue Dec 29 , 2020
নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ ,২৯ ডিসেম্বর : হাতুড়ে চিকিৎসকের খপ্পরে পড়ে প্রাণ হারালেন এক গৃহবধূ। এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের বিন্দোল গ্রাম পঞ্চায়েতের শিবপুর গ্রামে। মূলত ওই হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন মৃত গৃহবধূর পরিবারের সদস্যরা। যদিও ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে হাতুড়ে চিকিৎসক। পুলিশ মৃতদেহটি উদ্ধার […]

আপনার পছন্দের সংবাদ