শাশ্বতী চক্রবর্তী , ১৮ সেপ্টেম্বর : প্রয়াত হলেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত (Sharwari Dutt)। বৃহস্পতিবার রাত ১১:৩০ নাগাদ ব্রড স্ট্রিটের তাঁর নিজের বাড়ির বাথরুম থেকে উদ্ধার করা হয় তাঁর দেহ। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৬৩ বছর। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
পরিবার সুত্রের খবর, বৃহস্পতিবার সকাল থেকেই তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তা সম্ভব হয় নি। এর পরেই রাতে বাড়ির শৌচালয় থেকে দেহ উদ্ধার হয় তাঁর। প্রাথমিক ভাবে অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে জনপ্রিয় এই ফ্যাশন ডিজাইনারের। কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ।
নয়ের দশকের মাঝামাঝি সময়ে ফ্যাশন দুনিয়ায় অন্য ধারা নিয়ে কাজ শুরু করেন তিনি। ভারতে সেসময় পুরুষদের ফ্যাশন নিয়ে সে ভাবে কোনও কাজই হতো না। আর ঠিক সেক্ষেত্রেই অভিনব ভাবনা নিয়ে আসেন শর্বরী দেবী।
তার সিগনেচার স্টাইল ছিল ধুতি। ধুতির ফ্যাশনে সকলে এক নামে চিনত তাঁকে। রঙিন ধুতির পাড়ে কাঁথা স্টিচ বা রাজস্থানী প্রিন্ট এসবের স্রষ্টা তিনিই। বিভিন্ন দেশের লোকসংস্কৃতিকে পোশাকে ফুটিয়ে তুলেছিলেন তিনি। শর্বরী দত্তের সৃষ্টি গুলোর মধ্যে অন্যতম সেরা ছিল মিশরীয় সভ্যতা। ২০০৮ সাল নাগাদ তাঁর ধুতি পাঞ্জাবির উপর ইজিপ্ট ঘরানার কারুকার্য করে আন্তর্জাতিক পুরস্কারও জিতেছিলেন তিনি।