মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি এক, চাঞ্চল্য গাজোলে

মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি এক, চাঞ্চল্য গাজোলে

নিউজ ডেস্ক , ২০ ডিসেম্বর : মোটর বাইক ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির এবং আহত এক। শনিবার সন্ধ্যায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গাজলের মোড়িয়াকুন্ডু এলাকার গাজোল চাঁচল জাতীয় সড়কে। মৃত ব্যক্তির নাম অরুন মন্ডল। তার বাড়ি বিহার রাজ্যে।

জানা যায়, মৃত ব্যক্তি ও তার স্ত্রী গাজলের আমতলা এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সেখান থেকে শনিবার বাইকে চেপে বাড়ী ফেরার পথে গাজলের মোড়িয়াকুন্ডু এলাকার গাজোল চাঁচল জাতীয় সড়কে তাদের মোটর বাইকের সাথে বাঁশ বোঝাই একটি ভুটভুটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ভুটভুটিতে থাকা একটি বাশের কিছুটা অংশ অরুণ মন্ডলের পেটের মধ্য দিয়ে ঢুকে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাজোল হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পরে। এরপর গাজোল থানার পুলিশ ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে ভুটভুটি ভ্যানকে আটক করেছে গাজোল থানার পুলিশ, যদিও চালক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

Next Post

জিততে পারলো না বার্সেলোনা, লিগ শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ

Sun Dec 20 , 2020
নিউজ ডেস্ক , ২০ ডিসেম্বর : প্রথম থেকে বিধ্বংসী ফর্মে ছিল বার্সেলোনা। কিন্তু ম্যাচে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ২-২ গোলে শেষ হলো ম্যাচ। হেডে একটি গোল করেন মেসি। খেলার শুরুতে ২৯ মিনিটের মাথায় হেড থেকে গোল করেন ভ্যালেন্সিয়ার তারকা ফুটবলার দিয়া খাবি। পরবর্তীতে বার্সার হয়ে গোলের একটি সুযোগ নষ্ট করেন লিও মেসি। […]

আপনার পছন্দের সংবাদ