মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত দুই

ডালখোলা, ১৮ আগস্ট : যাত্রীবাহী বাস ও বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুজনের। মঙ্গলবার রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ডালখোলা থানার বস্তাডাঙ্গী এলাকার ৩১ নং জাতীয় সড়কে। যদিও ঘটনার পর ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পলাতক। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়, পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১০ টা নাগাদ ডালখোলা থেকে কানকি অভিমুখী একটি বোলেরো গাড়ি রাস্তা পারাপারের সময় ইসলামপুর থেকে ডালখোলার দিকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বোলেরো গাড়িতে থাকা দুজনের। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে এসে ওই গাড়িতে থাকা অপর চারজনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। ডালখোলা থানা সূত্রে জানা গিয়েছে, ওই দুর্ঘটনায় ডালখোলা থানার ১৩ নং ওয়ার্ডের লাহাসারার বাসিন্দা রমজান (৪৫) এবং লাদেন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালক পলাতক। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়, পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ।

Next Post

মহরম অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত ১, আহত ৩০

Thu Aug 19 , 2021
ইটাহার , ১৯ আগস্ট : উত্তর দিনাজপুরের ইটাহার থানার হাটগাছি এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে বুধবার রাতে মহরম অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার পথে গাড়ির উলটো মৃত্যু হয়েছে এক কিশোরের৷ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৩০ জন৷ দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা৷ কিন্তু ১২ জনের […]

আপনার পছন্দের সংবাদ