বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১। শোকের আবহ পরিবারে

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১। শোকের আবহ পরিবারে

গাজোল, ১৪ জুলাই : বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে গাজোলের নোয়াপাড়া এলাকায়। মৃতের নাম অমল মন্ডল (৪৫)। সে গাজোলের সরকারপাড়া এলাকার বাসিন্দা।

ওই ব্যক্তি গাজোলের তালতলা এলাকার এক জুটমিলে ইলেকট্রিকের কাজ করতেন। জানা যায়, এদিন সকাল নয়টা নাগাদ অমল মন্ডল জুটমিলে ইলেকট্রিকের কাজ করছিলেন, সেসময় আচমকা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। এরপর মিলের অন্যান্য কর্মীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক অমল মন্ডলকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় শোকের আবহ ছড়িয়েছে মৃতের পরিবারে।

আরও খবর পড়ুন : প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক থেকে পদত্যাগ সোমেন মিত্রের ছেলের 

Next Post

বেহাল নিকাশি ব্যবস্থার প্রতিবাদে পঞ্চায়েত দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

Wed Jul 14 , 2021
ইটাহার, ১৪ জুলাই : বেহাল নিকাশি ব্যবস্থার প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করার পাশাপাশি পঞ্চায়েত দপ্তরে তালা মেরে বিক্ষোভ আন্দোলনে সামিল হল এলাকাবাসীরা৷ স্থানীয় সুত্রে জানা যায়, স্বল্প বৃষ্টিতেই নর্দমা ভরে রাস্তায় জল জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ে ইটাহার ব্লকের পোরষা এলাকা। নোংরা দুর্গন্ধে টেকা দায় হয় সাধারণ মানুষের। বারংবার পঞ্চায়েত সদস্যকে […]

আপনার পছন্দের সংবাদ