শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানকে ঘিরে বিক্ষোভে সামিল ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা, নিন্দায় সরব বিজেপি নেতৃত্ব

নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ১৯ ডিসেম্বর : শুভেন্দু অধিকারীর তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের ঘটনায় উত্তাল বঙ্গ রাজনীতি। শুভেন্দু অধিকারীর সাথে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের বেশ কিছু উল্লেখযোগ্য নেতৃত্বও। এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন তৃণমূলের নেতা কর্মীরা।
শনিবার প্রতিবাদে সামিল হয়েছে এরই অঙ্গ হিসেবে এদিন চাঁচলে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা।

শুভেন্দু অধিকারীর নামাঙ্কিত পোস্টার, ব্যানার ছিড়ে দেওয়ার পাশাপাশি তাতে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ কর্মীরা। এই ঘটনার তীব্র নিন্দায় সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। এদিন বিকেলে চাঁচলের নেতাজী মোড়ে বিক্ষোভে সামিল হয় দলের কর্মীরা।বেশ কিছুদিন ধরেই চাচোল শহরের বিভিন্ন প্রান্তে লাগানো হয়েছিল দাদার অনুগামী বলে শুভেন্দু অধিকারীর নাম ও ছবি সম্বলিত পোস্টার।এদিন শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। শহরের বিভিন্ন প্রান্তে লাগানো শুভেন্দু অধিকারীর পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলে দিয়ে সেইগুলোতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা।
তৃণমূল ছাত্র পরিষদের কার্যকারী সভাপতি বাবু সরকার জানান, যে মানুষটি বিজেপিকে পছন্দ করতেন। এমনকী শাসনক্ষমতা থেকে সরাতে বলতেন। সেই মানুষটি বিজেপিতে যোগ দিয়েছে।তাই ছাত্র পরিষদের কর্মীরা বিক্ষুব্ধ হয়ে তার ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলে দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে।এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ব্লক বিজেপি নেতৃত্ব। দলের জেলা কমিটির সদস্য আদর্শ কুমার রাম জানান, এটা তৃণমূলের সংস্কৃতির মধ্যে পড়ে। যখন অন্যদল ভেঙ্গে তৃণমূলে যোগদান করে, তখন কোন বিরোধিতা লক্ষ্য করা যায় না। এই ঘটনার তীব্র নিন্দা করছি। এই ঘটনা নিয়ে আমরা চাচল থানায় একটি অভিযোগ করা হবে বলে জানান তিনি।

Next Post

দিনেদুপুরে ছিনতাই ও মারধরের ঘটনায় চাঞ্চল্য ডালখোলা পৌর এলাকায়, তদন্তে পুলিশ

Sat Dec 19 , 2020
নিজস্ব সংবাদদাতা , ডালখোলা , ১৯ ডিসেম্বর : শনিবার দিনেদুপুরে ছিনতাই ও মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ডালখোলা পৌর এলাকায়। এঘটনায় জড়িত সন্দেহে তিনজনের নামে ডালখোলা থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত ওই যুবক। ডালখোলা পৌর এলাকার ১১ নম্বর ওয়ার্ডের পুকুরচালার বাসিন্দা জনৈক যুবক উত্তম রায় বলেন “এদিন সকাল ১১ টা নাগাদ […]

আপনার পছন্দের সংবাদ